ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

আইফোন ১৭ কবে আসছে, যেসব ফিচার থাকছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১১:৩৮ এএম, ২১ জুলাই ২০২৫

প্রতিবছর সেপ্টেম্বরেই বাজারে আসে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন অ্যাপলের আইফোন। এবারও তার ব্যতিক্রম হবে না। সেপ্টেম্বরেই বাজারে আসছে আইফোন ১৭। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ৮ থেকে ১০ তারিখের মধ্যে আইফোন ১৭ সিরিজের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে।

ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, অ্যাপল ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) অথবা ১০ সেপ্টেম্বর (বুধবার) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের মোবাইল বাজারে আনতে পারে। সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের ঐতিহ্য রয়েছে।

তবে তার আগেই বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে এর সম্ভাব্য দাম ও ফিচার। আইফোন ১৭ এয়ার (অথবা স্লিম) স্ট্যান্ডার্ড আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এয়ার মডেলটি সম্ভবত সবচেয়ে পাতলা আইফোন, এই বছর আইফোন ১৬ প্লাসকে প্রতিস্থাপন করবে বলে জানা গেছে। আসন্ন আইফোন ১৭ এয়ারের প্রত্যাশা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারি ক্ষমতা, ওজন নিয়েও নানান তথ্য ফাঁস হয়েছে।

সাধারণত ‘এয়ার’ ব্র্যান্ডে ম্যাকবুক বিক্রি করে অ্যাপল। ২০০৮ সালে সান ফ্রান্সিসকোর ম্যাকওয়ার্ল্ড কনফারেন্সে ম্যাকবুক এয়ার লঞ্চ হয়েছিল। এটাই ‘এয়ার’ ব্র্যান্ডের প্রথম অ্যাপল ডিভাইস। এবার সেই সিরিজেই স্মার্টফোনের আকারে আসছে আইফোন ১৭ এয়ার।

এবার নতুন মডেলে ক্ষমতা বাড়ানোর জন্য অ্যাপল উচ্চ-ঘনত্বের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করবে। আইফোন ১৭ এয়ার স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ এজের চেয়ে পাতলা বলে জানা গেছে। শোনা যাচ্ছে, অ্যাপলের ইতিহাসে আইফোন ১৭ এয়ারই হতে চলেছে সবচেয়ে পাতলা আইফোন। সাধারণ আইফোনের মডেলগুলোর তুলনায় অন্তত ২ মিমি পাতলা হবে। অনুমান করা হচ্ছে, আইফোন ১৭ এয়ার ৫.৫ মিমি পুরু হবে।

প্রযুক্তি সাইট টিপস্টারের দাবি আইফোন ১৭ এয়ারে ২,৮০০এমএএইচ ব্যাটারি থাকবে। এই ব্যাটারি বর্তমান প্রজন্মের মডেলগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট। আইফোন ১৭ এয়ার ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য ২,৮০০ এমএএইচ সেল আকারের উচ্চ-ঘনত্বের ব্যাটারি সেল ব্যবহার করতে পারে। এই সেলগুলো সম্ভাব্যভাবে প্রকৃত ব্যাটারির ক্ষমতা ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করতে পারে।

এছাড়া আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি যা আইফোনে ব্যবহৃত সবচেয়ে বড় ব্যাটারি হিসেবে বিবেচিত। নতুন A19 চিপসেট ও ১২ জিবি র্যাম, যা গেমিং, এআই এবং হাই পারফরম্যান্স কাজের জন্য উপযোগী। পাশাপাশি নতুন থার্মাল কুলিং প্রযুক্তি ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষা দেবে।

ক্যামেরার প্রসঙ্গ আসলে, এবার ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে, যা সেলফি ও ভিডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। প্রো মডেলগুলোতে থাকছে ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যা উচ্চমানের জুম সুবিধা দেবে। সিরিজের প্রতিটি মডেলেই এবার থাকবে ১২০ হার্টজ প্রোমোশন রিফ্রেশ রেট, যা আগে কেবল প্রো মডেলেই সীমাবদ্ধ ছিল।

এছাড়া নতুন রঙের ভ্যারিয়েন্ট পেতে যাচ্ছেন এই সিরিজে। শোনা যাচ্ছে আইফোন ১৭ সিরিজে নতুন কমলা, সবুজ এবং বেগুনি রঙের ভ্যারিয়েন্ট আসতে পারে। পাশাপাশি স্ক্র্যাচ প্রতিরোধী অ্যান্টি-রিফ্লেক্টিভ ডিসপ্লে কোটিং যুক্ত করা হতে পারে, যা রোদে সরাসরি আলোতেও স্ক্রিন পরিষ্কার দেখতে সহায়তা করবে। স্ট্যান্ডার্ড আইফোন ১৭-এ থাকতে পারে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে, যা আগের তুলনায় বড়।

সূত্র: ফোর্বস

কেএসকে/জেআইএম

আরও পড়ুন