ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে অ্যাপ আনছে ভারত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৪ অক্টোবর ২০২৫

হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। যেখানে প্রতিনিয়ত কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হয়। কিছুদিন আগে টুইটারের উদ্ভাবক জ্যাক ডরসি নতুন অ্যাপ এনেছে বাজারে। এবার ভারত মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে নিজস্ব অ্যাপ তৈরি করেছে ভারত।

জোহো কর্পোরেশন ভারতের জন্য বিশেষভাবে তৈরি একটি বিনামূল্যের মেসেজিং এবং কলিং অ্যাপ আরাটাই চালু করেছে। ভারতে হোয়াটসঅ্যাপ কিন্তু নিষিদ্ধ নয়, বেশ জনপ্রিয়। এই নতুন অ্যাপটিকে হোয়াটসঅ্যাপের একটি ভারতীয় বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অ্যাপটি ভয়েস এবং ভিডিও কল, মিডিয়া শেয়ারিং, গ্রুপ চ্যাট, চ্যানেল, আড্ডা এবং অনলাইন মিটিংয়ের মতো অনেক ফিচার অফার করে। আরাটাইর সবচেয়ে বড় শক্তি হলো দুর্বল নেটওয়ার্ক এবং নিম্নমানের স্মার্টফোনেও মসৃণ অপারেশন, যে কারণে এটি সব ধরনের ব্যবহারকারীর উপযোগী।

গুগল প্লে এবং প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে অ্যান্ড্রয়েড এবং আইফোনে ব্যবহার করা যাবে। আরাটাই স্বয়ংক্রিয়ভাবে ফোনবুক কনট্যাক্টের সঙ্গে সিঙ্ক করে যায় এবং কে এটি ব্যবহার করছে তা দেখায়। যদি কোনো পরিচিত অ্যাপে না থাকে, তাহলে তাদের এসএমএস-এর মাধ্যমে আমন্ত্রণ জানানো যেতে পারে।

তারপর ওয়ান-অন-ওয়ান চ্যাট, গ্রুপ চ্যাট বা মিডিয়া শেয়ারিং ইত্যাদি চালানো যেতে পারে। অ্যাপটি চ্যাটের মধ্যে সরাসরি কলিং ফিচারও অফার করে। সিক্রেট ডিসকাশন ফিচারও আছে এতে-শুধু চ্যাটিং নয়, আরাটাইতে আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। আলোচনার জন্য গ্রুপ, সম্প্রচার আপডেটের জন্য চ্যানেল এবং আপডেট শেয়ার করার জন্য গল্প সরবরাহ করা হয়।

গোপনীয়তার ক্ষেত্রে আরাটাই এন্ড-টু-এন্ড এনক্রিপশন সহ কলগুলো সুরক্ষিত রাখে। তবে, চ্যাট টেক্সটের এনক্রিপশন এখনো ধীরে ধীরে চালু করা হচ্ছে। এই ফিচার সম্পূর্ণরূপে না আসা পর্যন্ত টেক্সটের মাধ্যমে সংবেদনশীল তথ্য শেয়ার করা এড়িয়ে চলাই ভালো।

আরও পড়ুন
অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মিউজিক অ্যাড করবেন যেভাবে

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এএসএম

আরও পড়ুন