ন্যানো বানানা দিয়ে সহজেই পছন্দের ছবি বানাবেন যেভাবে
ছবি: সংগৃহীত
ন্যানো বানানা, গুগলের এআই চ্যাটবট জিমিনের নতুন টুল। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে ন্যানো বানানা দিয়ে তৈরি ছবি। একজনের দেখাদেখি অন্যজনও এসব ট্রেন্ডিং ছবি বানাচ্ছেন নিজের। তারপর ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।
যদি এমন হয় যে আপনি এখনো অন্যদের মতো পার্ফেক্ট ছবি বানাতে পারছেন না। তাহলে গুগলের টিপসগুলো অনুসরণ করুন। গুগল নিজেই দেখিয়ে দিচ্ছে এই ছবি বানানোর পদ্ধতি। গুগল নিজে শেয়ার করেছে বেশ কিছু টিপস।
গুগলের জেমিনি অ্যাপে ন্যানো বানানা এআই টুল রয়েছে, যা মুহূর্তের মধ্যে ছবি তৈরি এবং এডিট করতে পারে। ব্যবহারকারীরা এর দ্বারা তৈরি ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। কেউ কেউ শাড়িতে রেট্রো ছবি তৈরি করতে এটি ব্যবহার করছে, আবার কেউ কেউ তাদের নিজস্ব থ্রিডি মূর্তি তৈরি করছে। এখন গুগল এই টুলটি দিয়ে নিখুঁত ছবি তৈরির জন্য কিছু টিপস শেয়ার করেছে। এই টিপসগুলো অনুসরণ করে আপনি ন্যানো বানানা ব্যবহার করে পছন্দসই ছবি তৈরি করতে পারেন।
গুগল বলেছে যে পছন্দসই ছবি তৈরি করার জন্য দীর্ঘ ও জটিল প্রম্পট তৈরি করার দরকার নেই। এই টুল সহজ, কথোপকথনের মতো প্রম্পটগুলি বুঝতে ও কাজ করতে সক্ষম। তাই দীর্ঘ প্রম্পট লেখার ঝামেলা নেই এখানে। ন্যানো বানানা টুলটি বিষয়বস্তুকে একই রাখে। ধরুন আপনার আপলোড করা ছবি একই থাকে। কেবল আপনি পোশাক, ব্যাকগ্রাউন্ড বা ভঙ্গি পরিবর্তন করলেও, আপনার ছবির মধ্যে কোনো পরিবর্তন করা হয় না। এই বৈশিষ্ট্যটি একাধিক ছবির সিরিজ তৈরির জন্য খুবই কার্যকর।
ন্যানো বানানা পিক্সেল-নিখুঁত এডিটে পারদর্শী। অর্থাৎ আপনি সম্পূর্ণ ছবি সম্পাদনা না করেই একটি ছবির একটি অংশ সম্পাদনা করতে পারেন। ধরুন যদি আপনার ছবির পর্দার রং পছন্দ না হয়, তাহলে আপনি কেবল সেই অংশটি সম্পাদনা করতে পারেন এবং রং পরিবর্তন করতে পারেন।
আরও পড়ুন
সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
এবার ছবি থেকে ভিডিও বানিয়ে দেবে জিমিনি
সূত্র: গুগল জিমিনি
কেএসকে/এএসএম