ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৪ নভেম্বর ২০২৫

মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। দিনে কয়েকশ কোটি মানুষ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে সারাদিন অসংখ্য মেসেজ আসছে। নিরাপত্তার দিক তো খেয়াল রাখতেই হবে। এজন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন নিরাপত্তা ফিচার।

মেটা একটি নতুন সিকিউরিটি ফিচার চালু করছে যা বিশেষভাবে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা হ্যাকিং বা সাইবার আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে চান।

অ্যাডভান্সড সেকশনে খুঁজে পাওয়া যাবে এই ফিচারটি। ওয়েবিটার একটি প্রতিবেদন অনুসারে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ আইওএস বিটা সংস্করণে স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস নামে একটি নতুন বিকল্প দেখা গিয়েছে। এই ফিচার প্রাইভেসি > অ্যাডভান্সড সেকশনে খুঁজে পাওয়া যাবে।

এই মোডটি চালু করলে হোয়াটসঅ্যাপ ইউজাররা ‘এক্সট্রিম প্রোটেকশন মোড’ অ্যাকটিভেট করার বিকল্প পাবেন, যার অর্থ হল কঠোর নিরাপত্তা নিয়মের একটি সেট সক্রিয় হবে। আর একবার সক্রিয় হয়ে গেলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে কিছু পরিবর্তন আনবে যা অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

নিরাপত্তার স্তর কেমন হবে?
এই মোডটি সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে কিছু বিধিনিষেধ আরোপ করবে। অজানা নম্বর থেকে আসা মিডিয়া এবং অ্যাটাচমেন্ট ব্লক করা হবে। শুধু বিশ্বস্ত কনট্যাক্ট কল বা মেসেজ করতে পারবে। অ্যাকাউন্ট সেটিংস লক করা হবে যাতে কেউ তা পরিবর্তন করতে না পারে।

তবে হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে যে এই মোডটি চালু করলে কল এবং মেসেজের মানের উপর কিছুটা প্রভাব পড়তে পারে। ওয়েবিটাইনফো অনুসারে, স্ট্রিক্ট মোড অ্যাকটিভেট করলে হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয়ভাবে আরও বেশ কয়েকটি সিকিউরিটি ফিচার সক্রিয় হবে। যেমন-

১. অপরিচিত কল সাইলেন্ট করা
২. শুধু সেভ কনট্যাক্টকেই গ্রুপ ইনভাইটেশন দেওয়া
৩. লিঙ্ক প্রিভিউ বন্ধ করা
৪. এনক্রিপশন কোড পরিবর্তন করা হলে অ্যালার্ট আসা
৫. স্বয়ংক্রিয়ভাবে টু-স্টেপ ভেরিফিকেশন অ্যাকটিভেট করা।
৬. অজানা নম্বরের কাছ থেকে প্রোফাইলের তথ্য লুকানো।

এই সব ফিচার এরই মধ্যে হোয়াটসঅ্যাপে আছে, এখন শুধু এগুলো একটি ক্লিকেই সক্রিয় করা যাবে। এই ফিচার সাংবাদিক, পেশাদার কর্মী এবং সেলিব্রিটিদের বিশেষভাবে কাজে আসতে পারে।

তাবে কোম্পানিটি এই ফিচারের লঞ্চের তারিখ এখনো ঘোষণা করেনি। এটি বর্তমানে বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে, তাই এটি সব ইউজারদের কাছে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।

আরও পড়ুন
অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?
নাম-নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

আরও পড়ুন