ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

যুক্তরাষ্ট্রে টিকটক এখন ব্যবহার করা যাবে নির্বিঘ্নে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:১৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালিয়ে যেতে বড় ধরনের চুক্তি সই করেছে চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স। এর ফলে আপাতত যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়ার আশঙ্কা কাটল। টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ সম্প্রতি কর্মীদের পাঠানো এক স্মারকে জানান, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তি হয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম পরিচালিত হবে।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গঠিত একটি যৌথ উদ্যোগের ৫০ শতাংশ মালিকানা থাকবে ওরাকল, সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্সের নেতৃত্বাধীন বিনিয়োগকারী গোষ্ঠীর হাতে। আগামী ২২ জানুয়ারি চুক্তিটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

এতে বাইটড্যান্সের মালিকানা থাকবে ১৯ দশমিক ৯ শতাংশ। ওরাকল, সিলভার লেক ও এমজিএক্স প্রত্যেকে ১৫ শতাংশ করে শেয়ার পাবে। বাকি ৩০ দশমিক ১ শতাংশ থাকবে বাইটড্যান্সের বিদ্যমান বিনিয়োগকারীদের সহযোগী প্রতিষ্ঠানের হাতে।

টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের ১৭ কোটিরও বেশি ব্যবহারকারী নির্বিঘ্নে প্ল্যাটফর্মটি ব্যবহার চালিয়ে যেতে পারবেন। জাতীয় নিরাপত্তা ইস্যুতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সরকারের চাপের মুখে টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রির যে উদ্যোগ চলছিল, এই চুক্তির মাধ্যমে তার অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিল মাসে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন টিকটক নিষিদ্ধের আইন পাস করলেও, ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্ত কার্যকরের সময়সীমা একাধিকবার পিছিয়ে দেন। গত সেপ্টেম্বরে ঘোষিত একটি প্রাথমিক সমঝোতার ধারাবাহিকতাতেই এবার চূড়ান্ত চুক্তি হলো।

তবে চুক্তি নিয়ে সমালোচনাও রয়েছে। মার্কিন সিনেটর রন ওয়াইডেন বলেন, এতে মার্কিন ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার বিষয়ে প্রকৃত সমাধান আসবে না। যদিও চুক্তির শর্ত অনুযায়ী, টিকটকের রিকমেন্ডেশন অ্যালগরিদম যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ডেটার ওপর পুনরায় প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে বাইরের কোনো প্রভাব না থাকে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-চীনের সামগ্রিক সম্পর্কের প্রেক্ষাপটে টিকটক একটি কৌশলগত দরকষাকষির অংশে পরিণত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশই নিজেদের অভ্যন্তরীণভাবে ‘জয়’ দাবি করতে পারবে।

আরও পড়ুন
টিকটককে টেক্কা দিতে ফেসবুকের নতুন ফিচার
টিকটকারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা

সূত্র: বিবিসি

শাহজালাল/কেএসকে/

আরও পড়ুন