ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফট পেইন্টে এখন টেক্সট দিলেই তৈরি হবে ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৬ জানুয়ারি ২০২৬

শিশুদের বিনোদন ও সৃজনশীল কাজে নতুন মাত্রা যোগ করতে মাইক্রোসফট পেইন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক কালারিং বুক তৈরির ফিচার চালু করেছে মাইক্রোসফট। পরীক্ষামূলকভাবে উইন্ডোজ ইনসাইডারদের জন্য উন্মুক্ত এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু লেখা নির্দেশনা (টেক্সট প্রম্পট) দিয়েই বিভিন্ন কালারিং পেজ তৈরি করতে পারবেন।

নতুন এই ফিচারে ব্যবহারকারী যে কোনো দৃশ্য বা বস্তুর বর্ণনা লিখলে এআই স্বয়ংক্রিয়ভাবে একাধিক ডিজাইনের কালারিং পেজ তৈরি করবে। মাইক্রোসফটের দেওয়া উদাহরণ অনুযায়ী, ‘একটি ডোনাটের ওপর বসে থাকা তুলতুলে বিড়াল’ লিখলে সেই ধারণা অনুযায়ী বিভিন্ন স্টাইলের ছবি তৈরি হবে। ব্যবহারকারীরা সেখান থেকে পছন্দের ছবিটি নির্বাচন করে সংরক্ষণ, কপি কিংবা প্রিন্ট করতে পারবেন।

মাইক্রোসফট মনে করছে, বিশেষ করে শিশুদের সৃজনশীলতা বিকাশ ও বিনোদনের ক্ষেত্রে এই ফিচারটি কার্যকর ভূমিকা রাখবে।

jagonewsএই এআই কালারিং বুক ফিচারটি বর্তমানে শুধু কোপাইলটপ্লাস পিসি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। একই সঙ্গে পেইন্টে যুক্ত করা হয়েছে একটি নতুন ফিল টলারেন্স স্লাইডার, যার মাধ্যমে রং ভরার সময় কতটা নির্ভুলভাবে রং বসবে তা নিয়ন্ত্রণ করা যাবে।

এদিকে, মাইক্রোসফট নোটপ্যাডেও এআই সুবিধা আরও উন্নত করা হয়েছে। ‘রাইট’, ‘রিরাইট’ ও ‘সামারাইজ’ ফিচারগুলো এখন আরও দ্রুত কাজ করবে এবং জিপিটি প্রযুক্তির মাধ্যমে লেখার মান উন্নত করা ও জটিল নোট সংক্ষেপে উপস্থাপন করা যাবে। ব্যবহারকারীরা সম্পূর্ণ ফলাফলের জন্য অপেক্ষা না করেই প্রিভিউয়ের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন।

যেভাবে ব্যবহার করবেন
নতুন এসব এআই ফিচার ব্যবহার করতে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। প্রাথমিকভাবে উইন্ডোজ ১১-এর ক্যানারি ও ডেভ চ্যানেলের উইন্ডোজ ইনসাইডারদের জন্য এই আপডেট চালু করা হয়েছে।

এছাড়া সম্প্রতি মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এআইয়ের বাস্তব প্রয়োগ ও সামাজিক গুরুত্ব প্রমাণের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। নতুন এসব ফিচারকে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজে এআইয়ের কার্যকারিতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন
সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
এআই দিয়ে বানানো নাকি আসল ছবি চিনবেন যেভাবে

সূত্র: দ্য ভার্জ

শাহজালাল/কেএসকে

আরও পড়ুন