ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

হেলমেট নতুনের মতো চকচকে থাকবে যে উপায়ে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৭ জুন ২০২৩

বাইকপ্রেমীদের কাছে বাইক নিজের সন্তানের মতোই। তাই তো সারাক্ষণ যত্নআত্তিতেই রাখেন শখের মোটরবাইকটি। শুধু বাইকটি যত্ন করলেই হবে না, সঙ্গে হেলমেটেরও যত্ন করতে হবে।

নিয়মিত পরিষ্কার রাখতে হবে হেলমেটটি। এতে দীর্ঘদিন পরও আপনার হেলমেট থাকবে একেবারে নতুনের মতো চকচকে। গরমে হেলমেটের একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন। কারণ দীর্ঘসময় গরমের মধ্যে হেলমেট পরে থাকলে ভেতরে মাথা ঘেমে দুর্গন্ধ সৃষ্টি হয়। এতে মাথার ত্বকেও নানান সমস্যা দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলুন দেখে নেওয়া যাক কীভাবে হেলমেট পরিষ্কার করবেন-

আরও পড়ুন: বাইকে ভালো মাইলেজ পেতে যা করবেন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

>> বড় কোনো পাত্রে হালকা গরম পানি নিন। সেখানে দুই চা চামচ ডিটারজেন্ট পাউডার, সামান্য সোডা মিশিয়ে নিন।

>> এই পানিতে আপনার হেলমেটটি কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। হেলমেট থেকে ধুলাবালি, ঘাম, জমে থাকা ময়লা বেরিয়ে যাবে।

বিজ্ঞাপন

>> এবার একটি ব্রাশ নিয়ে হেলমেটের ভেতর প্যাডিং অংশটি পরিষ্কার করুন। তবে খুব বেশি ঘষাঘষি করা যাবে না।

>> হেলমেটের গ্লাস পরিষ্কার করতে নরম সুতির কাপড় বা তুলা ব্যবহার করতে পারেন।

>> হেলমেটটি ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে পানিতে ধুয়ে নিন।

বিজ্ঞাপন

>> তারপর কয়েক ঘণ্টার জন্য রোদে হেলমেটটি শুকিয়ে নিন।

>> পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলে হেলমেট একদম নতুনের মতো যাবে।

কেএসকে/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন