ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বেসিস নির্বাচনে আশাবাদী ‘দ্য চেঞ্জ মেকার্স’

প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৭ জুন ২০১৬

আগামী ২৫ জুন অনুষ্ঠিতব্য সফটওয়্যার প্রস্তুত ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচনকে নিয়ে বেশ জমজমাট হয়ে উঠছে ফেসবুক প্রচারণা। ভোটারদের কাছে ভোট চাওয়া এবং প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে প্যানেলের পক্ষ থেকে নানারকম আশাবাদী পদক্ষেপও তুলে ধরছেন তারা।

দ্য চেঞ্জ মেকার্স প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন মাইক্রোসফটের এমডি এবং জাতিসংঘের টেকনোলজি ব্যাংকের গভর্নিং কাউন্সিলের সদস্য সোনিয়া বশির কবির। প্যানেলের অন্যতম প্রতিযোগী সুফি ফারুক ইবনে আবু বকর প্যানেলের পক্ষ থেকে ফেসবুক স্ট্যাটসে আশাবাদী পদক্ষেপের কথা লিখেছেন।

তিনি লিখেছেন, ‘Value Added Service (VAS) সেবার প্রাণ আমাদের দেশীয় কোম্পানিগুলো। এখানে মোবাইল অপারেটরেরা শুধু প্ল্যাটফরম দেয়। কারিগরি দিকসহ নিত্যনতুন ধারণা তৈরি, মার্কেট রিসার্চ ও কনটেন্ট তৈরিসহ অন্যান্য আনুষঙ্গিক সব কাজ করে আমাদের দেশি প্রতিষ্ঠানগুলো।
অথচ এই সেবা-খাতের অর্জিত অর্থের প্রায় ৭০-৮০ শতাংশ চলে যায় মোবাইল অপারেটরের হাতে। সেখান থেকে আরো কমাতে চাচ্ছেন মোবাইল অপারেটরেরা’!

সুফি ফারুক ইবনে আবু বকর আরো লিখেছেন, ‘সবচেয়ে বড় কথা, যখন টেলিকমের VAS গাইডলাইন নিয়ে পাবলিক কনসাল্টেশন চলছে, ঠিক তখনই একাধিক মোবাইল অপারেটরের তড়িঘড়ি করে রেভিনিউ শেয়ারিং কমানোর সিদ্ধান্তটির কারণ কী? কারণ যাই হোক, এই সিদ্ধান্তটি সঠিক হচ্ছে না বলে আমরা মনে করি’।

তিনি লিখেছেন, ‘দ্য চেঞ্জ মেকার্স কয়েকজন মানুষের একটি ছোট্ট টিম মাত্র। আমরা এখনো নির্বাচিত নই। কোনো অথরিটিও নই। কিন্তু তারপরেও আমরা এই বিষয়টি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমাদের টিম লিডার সোনিয়া বশির কবিরের নেতৃত্বে নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা শুরু করবো’।

তিনি আরো লিখেছেন, ‘আমরা মনে করি- VAS গাইডলাইন তৈরি হওয়ার আগে পর্যন্ত এই সিদ্ধান্তটি স্থগিত থাক। গাইডলাইন চূড়ান্ত হওয়ার পরে সেই আলোকে সমঝোতার জন্য আলোচনা করা যাবে’।

এমআরপির ফাউন্ডার ও ম্যানেজিং পার্টনার এ এম ইশতিহাক সারোয়ার স্ট্যাটাসের সমর্থন জানিয়ে লিখেন, ‘VAS গাইডলাইনের পাশাপাশি মেসেসিং সার্ভিসকে যুক্ত করে VAS & মেসেসিং সার্ভিস গাইডলাইন তৈরি করা উচিত। আমাদের মতো রাইজিং মেসেজিং এগ্রিগ্রেটররা পদে পদে ঝামেলায় পড়ছি ম্যাসেজিং সার্ভিস ১টা অপারেটরের স্বেচ্ছাচারিতা এবং জটিল প্রসেসের কারণে। যদি আপনারা নির্বাচিত হন তবে এই ইস্যুতে জোর ভূমিকা পালন করবেন প্লিজ। আমার থেকে যা যা হেল্প দরকার বা করা যায় করবো। মেসেজিং সেক্টর নিয়ে কাজ করছি অনেক দিন ধরে, সেই সঙ্গে অল্প পরিসরে VAS নিয়ে তাই এটার বিহিত হওয়া দরকার’।

আরএম/বিএ

আরও পড়ুন

বিজ্ঞাপন