৭০ শতাংশ কম খরচে বিগপ্রিন্ট লেজার টোনার
বিগপ্রিন্ট ব্র্যান্ডের নতুন লেজার প্রিন্টার টোনার কার্টিজ বাজারে ছেড়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড।
যা ব্যবহার করা যাবে এইচপি, ক্যানন, স্যামসাং, ব্রাদার, ডেল, লেক্সমার্ক, কনিকা মিনোলটাসহ যেকোন ব্র্যান্ডের লেজার প্রিন্টারে।
সম্প্রতি স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টরা এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে সিস্টেমআই-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল আহমেদ বলেন, বিগপ্রিন্ট টোনার যে কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের টোনারের সমপরিমাণ প্রিন্ট করতে সক্ষম ও অফিসের প্রিন্টিং খরচ সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত কমাবে।
তিনি জানান, বিগপ্রিন্ট টোনার আপাতত ঢাকার যে কোনো স্থানে হোম ডেলিভারি করা হবে এবং পর্যাক্রমে সারাদেশে ঘরে বসেই টোনার পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে বিগপ্রিন্ট টোনার প্রজেক্টের পরিচালক লুৎফুল এহসান ও আমির মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরএম/এমএমএ/জেআইএম
সর্বশেষ - তথ্যপ্রযুক্তি
- ১ প্রযুক্তি মেলায় গিগাবাইটের সৌজন্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা
- ২ ইনস্টাগ্রাম নোটের মতো ফিচার মিলবে হোয়াটসঅ্যাপেও
- ৩ দুর্নীতির দায়ে বিটিআরসির উপ-পরিচালক আমজাদ চাকরিচ্যুত
- ৪ এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
- ৫ বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা পরিবর্তন করা হবে: আমীর খসরু