ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

সত্যিই কী ফ্রি ইন্টারনেট!

প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০৯ মে ২০১৫

রোববার থেকে দেশে চালু হচ্ছে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা! ইন্টারনেট ব্যবহারকারীদের মনে প্রশ্ন, সত্যিই কী ফ্রি ইন্টারনেট?

জাগো নিউজের অনুসন্ধানে জানা গেছে, ফ্রি ইন্টারনেট ব্যবহারের এই সুবিধা পেতে চাইলে ব্যবহারকারীকে অবশ্যই যে কোন ইন্টারনেট প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের অন্তর্ভুক্ত সময়কালীন ব্যবহারকারী অ্যাপ বা সরাসরি মাধ্যমে সরকারি ও বেসরকারি কয়েকটি ওয়েবসাইট ইন্টারনেট ব্যবহার করে ভিজিট করতে পারবেন। ভিজিটের সময় ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ থাকলেও কোনো ডাটা খরচ হবে না। বিশ্বজুড়ে যা জিরো সেবা নামে পরিচিত।

বিশ্বব্যাপি ফেসবুকের ইন্টারনেট ডট অর্গ (www.internet.org) নামের এ প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশেও শুরু হচ্ছে এই সেবা। প্রাথমিক ভাবে এ প্রকল্পের আওতায়  বাংলাদেশে এ প্রকল্পে সহায়তা করছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি।

এদিকে ফ্রি ইন্টারনেট নিয়ে এরই মধ্যে ভারতসহ বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে। বিশেষ করে নেট নিরপেক্ষতা বলে বেশির ভাগ দেশ যে সমতাভিত্তিক ইন্টারনেট ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে এরকম উদ্যোগ বৈষম্যমূলক। এই নিয়ে তর্ক-বিতর্কও বাড়ছে।

এএ