ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ফায়ারফক্সে বন্ধ অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার

প্রকাশিত: ০৭:০৩ এএম, ১৫ জুলাই ২০১৫

গ্রাহকদের সাইবার ঝুঁকি এড়াতে ফায়ারফক্সের সব সংস্করণে করে দেয়া হয়েছে অ্যাডোবির ফ্ল্যাশ সফটওয়্যার। খবর বিবিসির।

এ বিষয়ে মজিলার পক্ষ থেকে জানানো হয়, অ্যাডোবির ফ্ল্যাশ সফটওয়্যারে থাকা ত্রুটি ব্যবহার করছে সাইবার অপরাধীরা। এতে ফায়ারফক্স গ্রাহকরা সাইবার ঝুঁকিতে রয়েছেন।

গত সপ্তাহে সাইবার হামলার শিকার হয় ইতালিভিত্তিক সাইবার নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান হ্যাকিং টিম। তাদের বেহাত হওয়া কিছু তথ্যও সম্প্রতি ফাঁস হয়। আর তাতেই ফ্ল্যাশ সফটওয়্যারে থাকা নিরাপত্তা ত্রুটির সাইবার অপরাধীরা ব্যবহার করছে বলে জানা যায়।

এ বিষয়ে অ্যাডোবি জানায়, ফ্ল্যাশ সফটওয়্যারে থাকা নিরাপত্তা ত্রুটির বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আর এ নিরাপত্তা ত্রুটি সারতে কাজ চলছে বলেও জানানো হয়।

মাল্টিমিডিয়াসহ বিভিন্ন ধরনের কনটেন্টের জন্য অনেক ওয়েবসাইটে ফ্ল্যাশ সফটওয়্যারটি ব্যবহার করা হয়। এ কারণে ফায়ারফক্সের মতো ব্রাউজের এ সফটওয়্যারের গুরুত্ব বাড়ছে। কিন্তু জনপ্রিয়তার এ ধারায় সম্প্রতি ফাঁস হওয়া নিরাপত্তা ত্রুটি নেতিবাচক প্রভাব রাখবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এ বিষয়ে মজিলা জানায়, যত দিন নিরাপত্তা ত্রুটি দূর করে অ্যাডোবি ফ্ল্যাশের আপডেট সংস্করণ উন্মুক্ত না করবে, তত দিন ফায়ারফক্সের সব সংস্করণে এ সফটওয়্যারটি বন্ধ থাকবে।

তবে গ্রাহক চাইলে ফায়ারফক্সে ফ্ল্যাশ সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। আগে যেমন যেকোনো ওয়েবসাইটের জন্যই এ সফটওয়্যার চালু থাকত, এখন তা হবে না। শুধু গ্রাহক যে সাইটগুলোকে বিশ্বস্ত মনে করেন তাদের জন্য ফ্ল্যাশ সফটওয়্যারটি চালু করতে পারবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট পরামর্শও মজিলার পক্ষ থেকে দেয়া হয়েছে।

এসকেডি/এমএস