ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

পুঁজিবাজারের সর্বশেষ আপডেট নিয়ে ডিএসসি অ্যাপস

প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৭ নভেম্বর ২০১৪

দেশের পুঁজিবাজারে লেনদেনের সর্বশেষ আপডেট নিয়ে অ্যান্ড্রয়েড ‘স্মার্ট ডিএসসি অ্যাপস’ তৈরি করেছে তিন তরুণ।

এরা হলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রাক্তন ছাত্র মাহবুব উল্লাহ মেনন, নোফেল মাশনুর ও দিদার খান।

দিন দিন এই অ্যাপস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের কাছে লেনদেনের জন্য বিশেষভাবে কার্যকর ও জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছেন তারা।  

তারা দেশের মানুষকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও বেশি উৎসাহি করতে চান। এই অ্যাপসের প্রধান কারিগর মেনন মাহবুব উল্লাহ।

উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘স্মার্ট ডিএসসি অ্যাপস’ বিজ্ঞাপনের ঝামেলামুক্ত এবং ফ্রি ডাউনলোড করে যে কোন স্মার্ট ফোন ব্যবহারকারি এর উপকারিতা গ্রহণ করতে পারবেন। সোর্স উল্লেখ করে তৎক্ষণাৎ রিপোর্ট প্রদান করতে সক্ষম। অ্যাপসের ডিজাইন করা হয়েছে ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটের আদলে।

মেনন মাহবুব জানান, সহজ ও স্মার্ট ডিজাইনের এই অ্যাপস ব্যবহারকরিদের আপডেট রাখবে সারাক্ষণ, এমনকি গ্রাহক অফ লাইনে থাকা অবস্থায়ও তথ্য সংরক্ষণ করে। ডিএসইর সব নিউজ এবং আইপিও তথ্যও এখানে পাওয়া যাচ্ছে অতি সহজে।

তিনি আরো জানান, ৬০০ কিলোবাইট ফাইল সাইজের এই অ্যাপস ওয়েবসাইট ভিজিটের স্পিডের চেয়ে আটগুণ দ্রুত কাজ করে। ব্যান্ডউইথ খরচের পরিমাণও অত্যন্ত সীমিত বলে দাবি করেন এই তরুণ উদ্যোক্তা।