ভালোবাসার গল্প নিয়ে অ্যাপসের বিশ্বরেকর্ড
ভালোবাসা মানেই প্রতিনিয়ত নতুন অনুভূতি, মান-অভিমান, হাসি-আনন্দ আর ভালোলাগার গল্প। আমাদের চারপাশে প্রায় সবার জীবনেই ভালোবাসা নিয়ে ছড়িয়ে আছে এমন হাজারো গল্প। আর সেসব গল্প নিয়েই ‘স্টার্টইউরস্টোরি (#startyourstory)’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ম্যাচস্টিকস গড়তে যাচ্ছে বিশ্ব রেকর্ড।
সব ভালোবাসার মানুষগুলো তাদের গল্প নিয়ে এক হবে এবারের ভ্যালেন্টাইন্স ডে’তে রবীন্দ্র সরোবরে। রোববার ভালোবাসা দিবসের প্রথম প্রভাতে শুরু হওয়া ভালোবাসার এ মহা মিলনমেলায় থাকছে গল্পের উৎসব। সকাল থেকে শুরু হবে গল্প সংগ্রহ। গল্প লেখার জন্যে ভেন্যুতে সবাইকে দেয়া হবে একটি করে হৃদয়াকৃতির চিরকুট। যা একে একে যোগ হবে ‘ম্যাচস্টিকস লাভ বোর্ডে`।
নাবিলার উপস্থাপনায় ভালোবাসার গান গাইবে ‘বাপ্পা এন্ড ফ্রেন্ডস’ ও ব্যান্ডদল ‘দূরবীন’। সুরে সুরে মাতাবে বাংলাদেশি আইডল এর আমিদ ও ডি রকস্টার শুভ। দিনটিকে স্মরণীয় করে রাখতে আছে ডিজে, কাপলদের জন্যে মজার মজার সব গেমস আর ভালোবাসার মানুষটির সাথে ছবি তোলার জন্যে ফটো বুথ। এছাড়াও থাকছে কারাওকে। সবশেষে, সংগ্রহকৃত গল্পের রেকর্ডটি জানিয়ে সব প্রতিক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন করা হবে ম্যাচস্টিকস অ্যাপস।
উল্লেখ্য, ম্যাচস্টিকস মূলত পৃথিবীর অন্যতম জনপ্রিয় ম্যাচমেকিং অ্যাপ। এটি বিশ্বাস করে সবার জন্য উপযুক্ত বন্ধু খুঁজে বের করায়। ম্যাচস্টিকস বিশ্বাস করে ভালোবাসা আর সম্পর্কে। তাই ভালোবাসা দিবস উদযাপনের মধ্য দিয়েই বাংলাদেশে যাত্রা শুরু করতে চায় ম্যাচস্টিকস অ্যাপস।
এআরএস/এমএস