ট্রেড ইউনিয়ন গঠন করে বিপাকে বাংলালিংক
ট্রেড ইউনিয়ন গঠন করার কারণে বিপাকে পড়েছে মোবাইল অপারেটর বাংলালিংক। ইউনিয়ন নিয়ন্ত্রণ করতে নানান উদ্যোগ নিয়ে ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠানটি। মাত্র একজন ইউনিয়নের সদস্যকে ছাঁটাই করার ফলশ্রুতিতে একদিনের জন্য বন্ধ হয়ে গেছে বাংলালিংকের সব অফিস। আন্দোলন শুরু করেছে ইউনিয়ন নেতাকর্মীরা।
তবে এরই মধ্যে বাংলালিংক কর্মীদের চাকরি ছাড়ার জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে অপারেটরটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলালিংকের বিভিন্ন গ্রেডের কর্মীদের জন্য বেসিক বেতনের অনেক বেশি অফার করে চাকরি ছাড়ার সুযোগ দিয়ে একটি মেইল পাঠিয়েছে অপারেটরটি।
এদিকে এসবকে নামেই লোভনীয় অফার বলেছেন- প্রস্তাবিত বাংলালিংক ইমপ্লয়িজ ইউনিয়নের প্রেসিডেন্ট উজ্জ্বল পাল।
রোববার তিনি বলেন, ‘বাংলালিংক কর্তৃপক্ষ ইউনিয়ন ভাংতে লোভনীয় অফার দিচ্ছে আমাদের। কিন্তু আমরা চাকরি করতে চাই। লোভনীয় অফারের ফাঁদে পড়তে চাই না’।
বিকেলে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ওই অফার প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট উজ্জ্বল পাল।
এ বিষয়ে বাংলালিংকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা আংকিত সুরেকা বলেন, প্রচলিত লেবার ল’ মেনেই বাংলালিংক কর্মীদের চাকরি ছাড়ার অফার দেয়া হয়েছে। নিয়মে যা আছে তার চেয়েও বেশি অফার করেছি। প্রস্তাবে কোন সাড়া পেলেন কিনা, জানতে চাইলে আংকিত সুরেকা বলেন, অফিস বন্ধ রয়েছে বলে কোনো তথ্য জানাতে পারছি না।
আরএম/এসএইচএস/এমএস