ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বেসিস সফটএক্সপো

ফারা আইটির সফটওয়্যার ইন্সটলে চলছে ৫ হাজার টাকা ছাড়

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে চলছে চার দিনব্যাপী তথ্যপ্রযুক্তি প্রদর্শনী বেসিস সফটএক্সপো। গত ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এ মেলার আজ তৃতীয় দিন। ছুটির দিন হওয়ায় বিকেল থেকেই প্রদর্শনী কেন্দ্রে দর্শনার্থীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে।

এদিকে, তথ্যপ্রযুক্তি প্রদর্শনী কেন্দ্রে আসা দর্শনার্থীদের বেশি ভিড় লক্ষ্য করা গেছে ফারা আইটির প্যাভিলিয়নে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসিস সফটএক্সপোর ফারা আইটির প্যাভিলিয়নে এমন দৃশ্যই দেখা গেলো।

জানা যায়, সফটএক্সপো উপলক্ষে ফারা আইটির সফটওয়্যার ইন্সটলে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় চলছে। এছাড়া প্যাভিলিয়নে আসা দর্শনার্থীদের জন্য ফ্রি আইটি কনসালটেন্সি ফার্ম গড়ে তোলা হয়েছে। সাধারণত এসব আইটি কনসালটেন্সির জন্য চার্জ নেওয়া হয়ে থাকে। কিন্তু মেলা উপলক্ষে তারা এটি ফ্রি করে দিয়েছে।

Fara-3.jpg

প্যাভিলিয়নটিতে আসা আশরাফুল ইসলাম নামে এক দর্শনার্থী বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা, সম্ভাবনা ও উদ্ভাবন সম্পর্কে জানা সম্ভব হয়। প্রদর্শনী উপলক্ষে অধিকাংশ প্যাভিলিয়নে তেমন ডিসকাউন্ট চোখে না পড়লেও ফারা আইটিতে বড় ডিসকাউন্ট চলছে। তাই বিস্তারিত জানতে আমার এই প্যাভিলিয়নে আসা।

এ বিষয়ে ফারা আইটির ম্যানেজিং ডিরেক্টর তাওহীদ আল ফারাবী বলেন, আমরা মূলত কাস্টমাইজ ওয়েবসাইটে কাজ করি। পাশাপাশি ব্যবসাকে সহজ করার জন্য একটি সেলফ ইক্যুইয়েপমেন্ট সিস্টেম তৈরি করেছি। এইসব পণ্য নিয়ে আমরা কাজ করছি। তথ্যপ্রযুক্তি প্রদর্শনী উপলক্ষে আমাদের সার্ভিস নেওয়ার জন্য যে কোনো সফটওয়্যার ইন্সটল করার জন্য বড় একটি ডিসকাউন্ট দিচ্ছি। আমাদের কোম্পানির ছয় বছরের ইতিহাসে আমরা আর কখনো কোনো অফার দিইনি। এবারই প্রথম আমরা অফার দিয়েছি।

Fara-3.jpg

তিনি আরও বলেন, মেলার শুরু থেকেই আমরা দর্শনার্থীদের চমৎকার সাড়া পাচ্ছি। অনেক করপোরেট ব্যক্তি আমাদের প্যাভিলিয়নে আসছেন। এছাড়া চীন, জাপানসহ প্রচুর বিদেশি দর্শনার্থী আমাদের প্যাভিলিয়নটি পরিদর্শন করছেন। অনেক কোম্পানির ক্লায়েন্টরা আমাদের প্যাভিলিয়নে এসেছেন। বাংলাদেশের মার্কেটটি সম্পর্কে জানতে আমাদের সঙ্গে অনেক দর্শনার্থী যোগাযোগ করছেন।

এবারের মেলায় ২০৪টি দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল,প্যাভিলিয়ন রয়েছে। যেখানে ২০০ জনেরও বেশি দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের অংশগ্রহণ ঘটবে। এছাড়া ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী হচ্ছে এই মেলায়। দর্শনার্থীরা যাতে সহজেই বেসিস সফটএক্সপোতে যাতায়াত করতে পারেন সেজন্য থাকছে বিশেষ শাটল বাস সেবা। থাকছে গেমিং জোন, বিজনেস লাউঞ্জ, ফুড কোর্ট ও কনসার্ট। তাছাড়া ব্যবসা প্রসারের লক্ষ্যে দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিটুবি ম্যাচমেকিং সেশন রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/এমএস