টাইগারদের সমর্থন জানিয়ে প্রোফাইল ছবি পরিবর্তনে অ্যাপস
রোববার এশিয়া কাপের ফাইনালে জিতলে বাংলাদেশ পাবে প্রথম বড় কোনো শিরোপার স্বাদ। তাই ম্যাচটির দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছেন বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। তবে সবচেয়ে বেশি আলোড়ন উঠেছে ভার্চুয়াল দুনিয়ায়। ফেসবুকে প্রোফাইল ছবি পরিবর্তন করে সমর্থন প্রকাশ করা বর্তমানে একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। এশিয়া কাপের ফাইনালে টাইগারদের সমর্থন জানাতে প্রোফাইল ছবি পরিবর্তন করে সমর্থন জানানোর জন্য ইতোমধ্যে একটি অ্যাপসও তৈরি করেছেন তিন তরুণ।
মীর রাসেল, অর্ণব কর্মকার এবং সালমান খাঁ নামে তিন তরুণ এটি তৈরি করেছেন। এই অ্যাপের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা খুব সহজেই প্রোফাইল ছবি পরিবর্তন করে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন জানাতে পারবেন।
অ্যাপটি ব্যবহারের জন্য ফেসবুক ব্যবহারকারীকে এই লিংকে ক্লিক করতে হবে। এরপর ফেসবুক থেকে ব্যবহারকারীর বর্তমান প্রোফাইল ছবি নেওয়ার জন্য এক্সেস দিতে হবে। এই অ্যাপ ব্যবহারকারীর প্রোফাইল ছবি এবং ইমেইল নম্বর নিয়ে নতুন প্রোফাইল ছবি তৈরি করবে।
এ বিষয়ে মীর রাসেল জাগো নিউজকে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকদের জন্য অ্যাপসটি তৈরি করা হয়েছে। যাতে করে তারা খুব সহজে নিজ দলের প্রতি তাদের সমর্থন প্রকাশ করতে পারেন। ফেসবুকে প্রোফাইল ছবি পরিবর্তন করে মাঠের পাশাপাশি ভার্চুয়াল জগতেও বাংলাদেশি দর্শকদের সমর্থন থাকবে জোরালোভাবে।
এআরএস/এবিএস