ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

আইসিটি এক্সপোতে আসুসের ‘সাইবার ওয়্যারফেয়ার’

প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৫ মার্চ ২০১৬

‘বাংলাদেশ আইসিটি এক্সপো, ২০১৬’ তে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আসুসের আরওজি সাইবার ওয়্যারফেয়ার, ২০১৬’ শীর্ষক গেমিং প্রতিযোগিতা। তিন দিনব্যাপি এই আয়োজনে ‘ডটা ২’, ‘ সিএস জিও’ প্রভৃতি  গেম খেলায় আসুস ব্র্যান্ডের গেমিং পিসিগুলোতে  অংশগ্রহণ করেন প্রতিযোগীরা।

খেলায় অংশ নিয়েছে মোট ১৬টি টিম এবং টিমগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এছাড়াও মেলায় আসুস প্যাভিলিয়নের আকর্ষণ হিসেবে আছে আসুস জেনফোন, নতুন প্রযুক্তির নোটবুক, ট্যাবলেট এবং ট্রান্সফরমারবুক।

আসুসের পক্ষ্য থেকে রয়েছে ‘আসুস স্ক্র্যাচ অ্যান্ড উইন’ শীর্ষক বিশেষ অফার। এই অফারের আওতায় স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ল্যাপটপ , স্মার্টফোন, রাউটার  এবং টি-শার্ট সহ অরো আকর্ষণীয় সব উপহার।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ‘বাংলাদেশ আইসিটি এক্সপো, ২০১৬’ তে ‘আসুস’ ব্র্যান্ডের ল্যাপটপ এবং কম্পিউটার এক্সেসোরিজ নিয়ে সফল অংশগ্রহণ সম্পন্ন করেছে গ্লোবাল ব্র্যান্ড।

আরএম/এসকেডি/আরআইপি