ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বন্ধ হচ্ছে ফেসবুকের লাইভ ভিডিও নোটিফিকেশন

প্রকাশিত: ০২:১৯ পিএম, ১০ মার্চ ২০১৬

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিও নোটিফিকেশন নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা শুরু করেছে প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগের জায়ান্ট এ মাধ্যমটি বলছে, ব্যবহারকারীদের বিরক্তি থেকে রেহাই দিতে ভিডিও নোটিফিকেশন বন্ধ করে বিকল্প উপায় ভাবা হচ্ছে।

গত বছর সেলিব্রেটিদের ভেরিফাইড প্রোফাইল ও পেইজে লাইভ ভিডিও ফিচার চালু করে ফেসবুক। এটাতে লাইভ ভিডিও ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ছে। এর ফলে কেউ যখন সরাসরি ভিডিওতে যাচ্ছেন তখন অনেকেই বিরক্ত হচ্ছেন এর নোটিফিকেশন নিয়ে।

এতে বেশি সমস্যা দেখা দেয় যখন একাধিক সেলিব্রেটির প্রোফাইল কিংবা ফেসবুক পেইজ ফলো করা হয়। এই সমস্যা সমাধানে ফেসবুক কর্তৃপক্ষ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এছাড়া শিগগিরই নতুন নোটিফিকেশন ফিচার চালু করতে যাচ্ছে জনপ্রিয় এ মাধ্যমটি।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, নতুন এ ফিচারে সব লাইভ ভিডিও বন্ধ রাখা যাবে। এছাড়া ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী সেলিব্রেটির ভিডিও দেখতে পাবেন। এজন্য সেলিব্রেটিকে সাবসক্রাইব করলেই নোটিফিকেশন চলে আসবে। আন-সাবসক্রাইব করে রাখলে কোনো নোটিফিকেশন দেখা যাবে না।

এসআইএস/পিআর