ভিডিও EN
  1. Home/
  2. বিষয়
  3. »
  4. দলবদল

দলবদল

একজন খেলোয়াড়ের এক ক্লাব থেকে অন্য ক্লাবে যাওয়ার প্রক্রিয়াকে ফুটবলের দলবদল (Transfer) বলে। এটি নির্দিষ্ট সময়ে ঘটে, যাকে বলা হয় ট্রান্সফার উইন্ডো (Transfer window)। এই প্রক্রিয়ায় খেলোয়াড়ের বর্তমান ক্লাব তার চুক্তি অনুযায়ী তাকে বিক্রি বা ছেড়ে দেয়, এবং নতুন ক্লাব সেই খেলোয়াড়কে কিনে নেয় বা চুক্তিবদ্ধ করে।একজন খেলোয়াড়ের এক ক্লাব থেকে অন্য ক্লাবে যাওয়ার প্রক্রিয়াকে ফুটবলের দলবদল (Transfer) বলে। এটি নির্দিষ্ট সময়ে ঘটে, যাকে বলা হয় ট্রান্সফার উইন্ডো (Transfer window)। এই প্রক্রিয়ায় খেলোয়াড়ের বর্তমান ক্লাব তার চুক্তি অনুযায়ী তাকে বিক্রি বা ছেড়ে দেয়, এবং নতুন ক্লাব সেই খেলোয়াড়কে কিনে নেয় বা চুক্তিবদ্ধ করে।

সাধারণত জুন থেকে আগস্ট পর্যন্ত 'গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো' (Summer transfer window) এবং জানুয়ারিতে কয়েক সপ্তাহের জন্য শীতকালীন ট্রান্সফার উইন্ডো (Winter transfer window) হয়ে থাকে। অবশ্য বছরের মধ্য ভাগেও অনেক সময় ধারে খেলোয়াড়রা এক ক্লাব থেকে অন্য ক্লাবে যায়, যা ব্যতিক্রমী ঘটনা।


দলবদলের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখা হয় তা হলো- ১. ট্রান্সফার ফি: নতুন ক্লাব পুরাতন ক্লাবকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। ২. চুক্তির মেয়াদ: খেলোয়াড় কত বছরের জন্য নতুন ক্লাবে খেলবে তা নির্ধারিত হয়। ৩. বেতন ও শর্তাবলি: খেলোয়াড়ের মাসিক বা বার্ষিক বেতন, বোনাস, পারফরম্যান্স ইনসেনটিভ ইত্যাদি নির্ধারিত হয়। ৪. ফ্রি ট্রান্সফার: যদি কোনো খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে সে বিনা মূল্যে অন্য ক্লাবে যেতে পারে।

২০২৫ সালের আলোচিত দল বদলের ঘটনার মধ্যে একটি লুইস দিয়াজ এর লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে €৭৫ মিলিয়ন এর ডিল এবং কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের সঙ্গে ৫ বছরের চুক্তি।

অন্যদিকে বিগত প্রায় ১২ বছরের বেশি সময় ধরে এই ট্রান্সফার উই্ন্ডোতে আলোচনায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। রোনালদো বেশ অনেকবার দল বদল করে আলোচনায় থাকলেও মূলত মেসি আলোচনায় ছিলেন ট্রান্সফার গসিপ (Transfer gossip) এর অংশ হিসেবে।

কোন ছবির অ্যালবাম পাওয়া যায়নি