ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

মাত্র হাজার টাকায় ভারত ভ্রমণের সুযোগ

প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৭ এপ্রিল ২০১৫

ভ্রমনপিপাসু যাত্রীদের জন্য নতুন সুখবর নিয়ে এল স্পাইস জেট। মাত্র ৯৯৯ টাকায় টিকিট দিচ্ছে এই বেসরকারি বিমান সংস্থাটি। যদিও এক্ষেত্রে একটি শর্তও রেখেছেন তারা।

এতকম মূল্যে বিমানের টিকিট কাটতে চাইলে যাত্রীদের কেবল একটি হ্যান্ডব্যাগ নিয়ে সফর করতে হবে। যার ওজন সাত কেজির বেশি হওয়া যাবে না। এছাড়া একটি ল্যাপটপ ব্যাগ বা লেডিস পার্স সঙ্গে নিতে পারবেন যাত্রীরা।

সম্প্রতি স্পাইস জেটের ওয়াবসাইটে জানানো হয়েছে, আগামী ২৯ এপ্রিল পর্যন্ত এই মূল্যে টিকিট কাটার সুযোগ দিচ্ছে স্পাইস জেট। আগামী জুলাই মাসের এক তারিখ থেকে অক্টোবরের ১৫ তারিখের মধ্যে যাত্রা করতে পারবেন যাত্রীরা।

আরও জানানো হয়, এই ছাড়ের মধ্যে প্রায় দেড় লাখ সিট মিলবে। যদিও কেবল ভারতের মধ্যে এই মূল্যে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এছাড়াও যারা বেশি পরিমাণ জিনিস সঙ্গে নিতে চান তাদের ক্ষেত্রে লাগেজের ওজন ১৫ কেজির বেশি হলে আরও ৭৫০ টাকা দিতে হবে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

আরএস/আরআই