চিটাগংয়ের শেষ সুযোগ, সেরা খেলা দেখাতে প্রস্তুত খুলনা
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ বুধবার চিটাগং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। যে দল জিতবে দ্বিতীয় দল হিসেবে তারাই যাবে ফাইনালে। চিটাগংকে এই ম্যাচ খেলতে হতো না, যদি তারা প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে জিততে পারতো। আজ দ্বিতীয় ও শেষ সুযোগ পাচ্ছে চিটাগং। অন্যদিকে রংপুর রাউডার্সকে বিধ্বস্ত করে ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখা খুলনা টাইগার্স নিজেদের সেরাটা দেখাতে প্রস্তুত। এই ম্যাচে কার সম্ভাবনা কেমন তা নিয়েই আজকের আলোচনা। বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও ক্রিকেট নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনায় আছেন জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন