৫৪ বছরের ঘাটপ্রথা অবসানের অপেক্ষায় চর আষাড়িয়াদহবাসী
দীর্ঘ ৫৪ বছর ধরে নিজেদের নৌকায় করে ঘাট পারাপার হচ্ছেন রাজশাহীর চর আষাড়িয়াদহবাসী। তারপরও ঘাটে ঘাটে দিতে হতো টাকা। এই প্রথা বাতিলের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন চরবাসী। এই আন্দোলনের ফলে ৫৪ বছর পর ঘাটপ্রথা বাতিলের আশ্বাস দিয়েছে প্রশাসন। এতে খুশি চরবাসী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন