কুমিল্লা বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই লিখে ফেলবো
কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির ব্যানারে শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিন উর রশিদ ইয়াছিন, জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির এমদাদুল হক মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু দক্ষিণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীক সংগঠনের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন