চেনা গল্প, তবু মন ছুঁলো ‘সাইয়ারা’, কী আছে এই সিনেমায়?
এমনই এক মিষ্টি গল্প দিয়ে মোহিত সুরি বানিয়েছেন "সাইয়ারা"। বলিউড সিনেমার একের পর এক টেনেটুনে হিট সিনেমার মধ্যে ‘সাইয়ারা’ যেন এক ব্যতিক্রম।গেল ১৮ জুলাই মুক্তির পর থেকেই সাইয়ারা কাপছে বলিউড।
‘সাইয়ারা’ খুব একটা ব্যতিক্রমী প্লট নয়—বরং গল্পের ছায়া মেলে ‘আশিকি ২’, ‘সনম তেরি কসম’-এর মতো জনপ্রিয় সিনেমার সঙ্গে। তবু ছবিটি আলাদা হয়ে উঠেছে নির্মাতা মোহিত সুরির উপস্থাপনায়। পরিচিত গল্পকে তিনি প্রাণ দিয়েছেন নতুন ঢঙে, আর দর্শকদের উপহার দিয়েছেন দুই নতুন মুখ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন