তুরস্কে যে চার পেশার লোকের বেশি চাহিদা রয়েছে | ০৬ মার্চ ২০২২
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে লাখো প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। সুনামের সঙ্গে কাজ করছেন নানান খাতে। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের মানুষের সার্বিক জীবনমান উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিট্যান্স আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ইউরোপ-এশিয়ার প্রবেশদ্বার তুরস্ক। দেশটিতে শ্রমবাজার খুবই সংকুচিত। তবে চাহিদা রয়েছে দক্ষ পেশাজীবীদের।
তুরস্ক সফরে গিয়ে গত ১৮ ফেব্রুয়ারি কথা হয় তুরস্কের আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নানের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, বাংলাদেশ থেকে তুরস্কে হয়তো অল্প কিছু শ্রমিক আসতে পারে। কারণ এ দেশেই প্রচুর শ্রমিক রয়েছে। তারাই অনেক কিছু জানে। সম্প্রতি নেদারল্যান্ডেও দেখেছি, তারা প্রচুর দক্ষ শ্রমিক বাইরে (বিদেশে) পাঠাচ্ছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন