ভিডিও EN
  1. Home/
  2. নারী ও শিশু

প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে নারীদের নিয়ে হ্যাকাথন

প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন-২০১৭’। আগামী ১০-১১ ফেব্রুয়ারি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যৌথভাবে এই হ্যাকাথন আয়োজন করছে আইসিটি মন্ত্রণালয় ও ‘উইমেন ইন ডিজিটাল বাংলাদেশ’।
 
বর্তমানে বাংলাদেশের আইসিটি খাতে নারীদের অবদান উল্লেখযোগ্য হওয়া সত্ত্বেও দেশের সকল প্রান্তের নারীদের একই সঙ্গে আইসিটির অঙ্গনে যুক্ত করার জন্য এখন পর্যন্ত কোনো আয়োজন করা হয়ে ওঠেনি।
 
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০০ নারী ইতোমধ্যেই অংশগ্রহণের জন্য নিবন্ধন করে করেছেন। ৩৬ ঘণ্টা ব্যাপী এই আয়োজনে নারীরা ভিন্ন ভিন্ন ৯ টি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানকে বাস্তবায়নের প্রতিযোগিতায় মেতে উঠবেন। ৯টি খাতের বিজয়ীদের জন্য মোট ২৭টি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
 
বাঙালী নারীর সৃজনশীলতাকে প্রোগ্রামিং ও উদ্ভাবনের কাজে লাগানোর এই উৎসবের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশে আরো একটি নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক প্রতিষ্ঠান।
 
এএস/এমআরএস/জেআইএম