ভিডিও EN
  1. Home/
  2. নারী ও শিশু

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে ‘১০৯২১’ নম্বরে ফোনের পরামর্শ

প্রকাশিত: ০৪:২৬ এএম, ০৪ মার্চ ২০১৬

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারে টোলফ্রি হেল্পলাইন ১০৯২১ নম্বরটি চালু রয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ওই নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বাংলাদেশের যে কোনো স্থান থেকে টেলিফোন ও মোবাইল ফোনের মাধ্যমে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ফোন দেয়া যাবে। সহিংসতার শিকার নারী ও শিশু তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সকলকে দেশে বিদ্যমান এ সেবা সম্পর্কে এ হেল্পলাইন থেকে প্রয়োজনীয় তথ্য সহায়তা দেয়া হয়ে থাকে।

একে/পিআর