ভিডিও EN
  1. Home/
  2. নারী ও শিশু

নারী ও পুরুষের সম-অংশীদারিত্বের মাধ্যমেই উন্নতি সম্ভব

প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৭ মার্চ ২০১৬

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, নারী ও পুরুষের সম-অংশীদারিত্বের মাধ্যমেই দেশের অগ্রগতি ও উন্নতি নিশ্চিত করা সম্ভব।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৃথিবীর সব নারীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সোমবার এক বাণীতে তিনি একথা বলেন।

আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের কথা স্মরণ করে রওশন বলেন, সামাজিক সূচকে বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর বিরাট ভূমিকা রয়েছে। সামাজিক সাংস্কৃতিক-মনস্তাত্ত্বিক বৈষম্য ও নিরাপত্তাহীনতা সত্ত্বেও অর্থনৈতিক কর্মকাণ্ডের নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে সংবিধান অনুযায়ী প্রথম থেকেই সব ধরনের কাজে নারীদের অংশগ্রহণ, এমনকি সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় সংসদের অধিকসংখ্যক নারীদের উপস্থিতির মাধ্যমে দেখা যাচ্ছে নারীর প্রতি বৈষম্য কমতে শুরু করেছে। তবে তা এখনও সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে পারেনি।

এইচএস/জেএইচ/আরআইপি