ভিডিও EN
  1. Home/
  2. নারী ও শিশু

সমঅধিকার শুধু নারীর জন্য নয় বরং দেশের জন্যও

প্রকাশিত: ০৩:০৪ এএম, ০৮ মার্চ ২০১৬

নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি বেগম নাসিমুন আরা হক মিনু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়া লেখা শেষে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আছেন ১৯৭৩ সাল থেকে। দৈনিক সংবাদ, জনকন্ঠসহ দেশের বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন তিনি। ‘চারবেলা চারদিক’ নামে একটি মাসিক পত্রিকাও সম্পাদনা করতেন তিনি। বর্তমানে ফ্রিল্যান্সিং সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন।

এছাড়াও বিভিন্ন সময়ে গণতন্ত্রের জন্য ছাত্রদের আন্দোলন সংগ্রামের সঙ্গে ১৯৬৩ সাল থেকে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ৬৯ এর গণঅভ্যুত্থান এবং  ৭১ এর রক্তঝরা দিনগুলিতে ঢাকায় মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন তিনি।  

নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও নাসিমুন আরা হক মিনু নিজেকে যুক্ত রেখেছেন।
 
সংক্ষিপ্ত পরিচিতি

নাসিমুন আরা হক মিনুর জন্ম ১৯৫২ সালে। জেলা শহর কুমিল্লা হলেও জন্ম এবং বেড়ে উঠা রাজধানীতেই। বাবা নূরুল হক, মা ফিরোজা বেগম। স্বামী সাংবাদিক আবুল হাসানাত। এক মেয়ের জননী নাসিমুন আরা হক মিনু।  
 
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারী অধিকার এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা হয়  জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক আবু সালেহ সায়াদাত-এর সঙ্গে । তার কিছু অংশ পাঠকদের জন্য  তুলে ধরা হলো:
 
জাগো নিউজ : দেশে নারীদের ক্ষমতায়নের বিষয়টি কিভাবে দেখছেন?

নাসিমুন আরা হক মিনু: নারী-পুরুষ যদি সমভাবে এগিয়ে যেতে না পারে তাহলে দেশও এগিয়ে যেতে পারবে না। সমঅধিকার  শুধু নারীর জন্য নয়, বরং এটা দেশের জন্যও প্রয়োজন। নারী-পুরুষ যখন সমভাবে এগিয়ে যাবে তখন দেশও এগিয়ে যাবে। সেজন্য নারীর ক্ষমতায়ন দরকার।
 
জাগো নিউজ : নারী ক্ষমতায়নের যে চিত্র তা কতটা সন্তোষজনক?
 
নাসিমুন আরা হক মিনু : নারী ক্ষমতায়নের ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে। আগের তুলনায় এখনকার নারীরা শিক্ষার ‍সুযোগ কিছুটা বেশি পাচ্ছে এটা ঠিক, কিন্তু সবক্ষেত্রে এখনও সন্তোষজনক নয়।
 
জাগো নিউজ : একদিকে নারীর ক্ষমতায়ন হচ্ছে অন্যদিকে নির্যাতনের মাত্রা বাড়ছে কি?

নাসিমুন আরা হক মিনু : বর্তমানে নির্যাতন বেড়েছে পাশাপাশি নির্যাতনের ধরণও বেড়েছে। এজন্য সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। সামাজিকভাবে  এ বিষয়গুলোতে প্রতিরোধ  করতে হবে।
 
জাগো নিউজ : কর্মক্ষেত্রে নারীর সংখ্যা বেড়েছে, কিন্তু  কাজের পরিবেশ কতটা নারী বান্ধব হয়েছে?
 
নাসিমুন আরা হক মিনু : কর্মক্ষেত্রে নারীর সংখ্যা বেড়েছে, কিন্তু সামগ্রিক সংখ্যার তুলনায় তা এখনো অনেক কম। আমাদের দেশে সচিব কতজন, দেখা যাবে তার মধ্যে নারী মাত্র সাতজন। তাহলে তো সেটা অনেক না। কর্মক্ষেত্র এখনও নারী বান্ধব না। জনগনের মধ্যে যদি মানসিক পরিবর্তন না আসে, তাহলে কিন্তু সমাজ নারী বান্ধব হয় না। কর্মক্ষেত্রে পলিসি লেভেলে এখনও নারীরা সেই পরিমানে যেতে পারেনি, তবে আগের তুলনায় কিছুটা বেড়েছে।
 
জাগো নিউজ : নারী অধিকার নিয়ে আপনার সংগঠন কি ভূমিকা রাখছে?

নাসিমুন আরা হক মিনু: যেহেতু আমাদের সংগঠন নারী সাংবাদিকদের, সেহেতু তাদের অধিকার সুবিধা-অসুবিধা নিয়ে আমরা কথা বলি। মানবাধিকার, নারী অধিকারের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি। এছাড়াও আমরা বিভিন্ন প্রশিক্ষনের আয়োজন করি।

জাগো নিউজ : অবসরে কি করতে ভালোবাসেন?

নাসিমুন আরা হক মিনু: অবসরে বই পড়ি ,গান শুনতে, টিভি দেখতে ভালোবাসি। আর সময় পেলেই লেখালেখি করি।

জাগো নিউজ : নারী দিবস নিয়ে আপনার প্রত্যাশা?

নাসিমুন আরা হক মিনু : আমি চাই নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা। বাল্য বিবাহ, নারী নির্যাতন বন্ধ হোক। সচেতনতামূলক কর্মসূচি সরকারের উদ্যোগে নেওয়া হোক, এবারের নারী দিবসের এটাই আমার প্রত্যাশা।

জাগো নিউজ : সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

নাসিমুন আরা হক মিনু : জাগো নিউজকেও ধন্যবাদ।

এএস/এমএমজেড/পিআর

আরও পড়ুন