আজকের আলোচিত ছবি: ১০ অক্টোবর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক খুলনায় শিল্পকলা একাডেমিতে বিভাগের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গণে ‘বিশ্ব ডিম দিবস ২০২৫’ উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ডিম বিতরণ করেন। ছবি: পিআইডি
-
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। আজ বাংলাদেশ সময় বিকেল ৩টার পর নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। ছবি: সংগৃহীত
-
অবশেষে গাজা উপত্যকার কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজা ভূখণ্ড থেকে তিন ধাপে সেনা প্রত্যাহার করা হবে। সেনা প্রত্যাহার হলেও গাজার ৫০ শতাংশের বেশি এলাকা ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে থাকবে। ফাইল ছবি: এএফপি
-
সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং যানবাহন চালকরা। হাইওয়ে পুলিশ বলছে, গাড়ি বিকল ও সড়কে খানাখন্দের ফলে যানজটের সৃষ্টি হয়। আজ সকাল ১০টা থেকে দুই মহাসড়কে যানজটের কবলে পড়ে মানুষ। ছবি: জাগো নিউজ
-
কুমিল্লার দেবিদ্বারে খানাখন্দে ভরা সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ সকালে উপজেলার কাচিসার এলাকায় দেবিদ্বার-চান্দিনা সড়কে তিনি এভাবে প্রতিবাদ জানান। ছবি: জাগো নিউজ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকেল ৫টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছবি: সংগৃহীত
-
ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ দুপুরে তার ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে। বিকেলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। ছবি: সংগৃহীত