আজকের আলোচিত ছবি: ৩০ জানুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে গত ২৮ জানুয়ারি ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় চায়না-বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে গত ২৮ জানুয়ারি ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় চায়না-বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ শেষে ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল আজ বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ট্রাকযোগে ভ্রাম্যমাণ উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে গতকাল জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সভায় পিবিসির ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকালে বাংলাদেশ প্রতিনিধিদল। ছবি: পিআইডি
-
দীর্ঘ ১৪ বছর পর গত ২৯ জানুয়ারি রাতে বাংলাদেশ বিমানের ‘বিইজি৩৪১’ নামের ফ্লাইট করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ছবি: ডন
-
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নিজস্ব অর্থায়নে কেনা ‘এমভি বাংলার নবযাত্রা’ বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে। গত ২৯ জানুয়ারি চীনের জিংজিয়াং নানইয়াং শিপইয়ার্ডে সরবরাহকারীর কাছ থেকে জাহাজটি বুঝে নেয় বিএসসি। ছবি: সংগৃহীত