আজকের আলোচিত ছবি: ২০ নভেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এ সময় উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সভায় গতকাল রোহিঙ্গা সংকট সমাধানে পুনরায় আন্তর্জাতিক প্রচেষ্টা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের আহ্বান বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য বক্তব্য রাখেন। ছবি: পিআইডি
-
দিনের শেষ সেশনে আয়ারল্যান্ডের ৫ উইকেট তুলে নিলো বাংলাদেশ। ফলোঅনের শঙ্কায় পড়লো সফরকারীরা। মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৭৬ রানের জবাবে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে আইরিশরা। ছবি: সংগৃহীত
-
আজ সকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ. মো. সাজ্জাত আলী। ছবি: জাগো নিউজ
-
আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে অনুষ্ঠিত চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: জাগো নিউজ