লং মার্চ থামল ব্যারিকেডে, বাড়ল যানজট ও ভোগান্তি
বাড্ডা এলাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে অগ্রসর হওয়া ‘জুলাই ঐক্য লংমার্চ’ কর্মসূচি পুলিশের বাধায় থমকে যায়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড্ডা হোসেন মার্কেটের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়। ফলে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দেন। ছবি: মাহবুব আলম
-
লং মার্চটি নির্ধারিত গন্তব্যে যাওয়ার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই পাশের রাস্তায় ব্যারিকেড স্থাপন করে। এতে পুরো এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে।
-
ব্যারিকেডের কারণে সাধারণ পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকেন, কেউ কেউ বিকল্প পথ খুঁজে নিলেও কমেনি দুর্ভোগ।
-
ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে লং মার্চের অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন।
-
এদিকে, হোসেন মার্কেট ও আশপাশের এলাকায় দোকানপাট ও ব্যবসা-বাণিজ্যে সাময়িক প্রভাব পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হঠাৎ করে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি কাজে বের হলেও গন্তব্যে পৌঁছাতে দেরি হয়।
-
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জননিরাপত্তার স্বার্থে ব্যারিকেড দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
-
ঘটনাস্থলে তোলা ছবিতে দেখা যায়, বাড্ডা হোসেন মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে এবং তার সামনে অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন লং মার্চে অংশ নেওয়া ব্যক্তিরা।
-
বিকেল সাড়ে ৪টার এই দৃশ্য বাড্ডা এলাকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিরই প্রতিফলন।