হাদি হাদি স্লোগানে মুখর শাহবাগ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চলছে। এ সময় চারদিক মুখর হয়ে উঠেছে হাদি হাদি স্লোগানে। ছবি: জাগো নিউজ
-
‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’সহ নানা স্লোগান দিচ্ছেন তারা।
-
আগুন জ্বালিয়েও বিক্ষোভ করতে দেখা গেছে অনেককে।
-
১৮ ডিসেম্বর দিনগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে ছাত্র-জনতার সেই বিক্ষোভে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
-
ওসমান হাদির মৃত্যুতে গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নারী হল থেকে বিক্ষোভ-মিছিল বের করেছেন শিক্ষার্থীরা।
-
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তার মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত পৌনে ১০টা দিকে ওসমান হাদির মৃত্যু হয়।