তিন স্তরের নিরাপত্তায় ওসমান হাদির জানাজা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে প্রবেশে সবাইকে তল্লাশি করা হচ্ছে। কারও সঙ্গে গ্যাস লাইট, ব্যাগ পেলেও তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ছবি: জাগো নিউজ
-
দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুসল্লিদের ঢোকানো হচ্ছে। দক্ষিণ প্লাজার পশ্চিম পাশে মরদেহ রাখার জন্য শামিয়ানা টাঙানো হয়েছে।
-
ওসমান হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে মানুষ।
-
ছোট-বড় মিছিল নিয়ে হাজার হাজার মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে ঢুকছেন। তারা হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান দিচ্ছেন। এর মধ্যে খামারবাড়ি গোল চত্বর সামনে দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।
-
সেখানে নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করছেন। এরপর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢুকতে আরও দুটি নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে।
-
তবে মুসল্লিদের অনেকে এমন কড়া নিরাপত্তা তল্লাশি নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তাদের দাবি, হাদি জীবিত থাকা অবস্থায় যদি তার নিরাপত্তা ব্যবস্থা করা হতো, হয়তো তাকে গুলিতে মরতে হতো না।