অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ঝুমকি বসুর তৃতীয় গল্পগ্রন্থ ‘ছাতিম ফুলের গন্ধ’। বইটি প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ২২০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে বিদ্যাপ্রকাশের ১২৯-১৩২ নম্বর স্টলে।
বইটি সম্পর্কে ফ্ল্যাপে লেখা আছে—‘এক জীবনে অনেক জীবন, হরেক রকম। নানা রকম গল্প দিয়ে জীবন ভরা। চতুর্পাশে মানুষগুলো যেমন চলে, যেমন করে গাড়ির চাকায় পিচঢালা পথ, মেঠো রঙিন, ধুলোয় মলিন। সেই জীবনের গল্প নিয়ে এমন লেখা। এমন কিছু মানুষ আছে, অপাঙ্ক্তেয়। গভীর জলে গাঢ় তলে শ্যাওলা জমে। এমন কিছু শ্যাওলাজমা গল্প বলি। নিছক কিছু তুচ্ছ কণা হাতেই ধরি। একটু করে নাটাই থেকে সুতো ছেড়ে; দিলাম লিখে ঘুড়ির পিঠে সেই ঠিকানা। পৌঁছে গেলে বলবে তারে, এটাই জীবন।’
আরও পড়ুন প্রাণহীন বইমেলার লিটল ম্যাগ চত্বর বইমেলা বৈঠকি: ফাগুনের মলাটে বসন্তঝুমকি বসুর জন্ম বাগেরহাটের কার্তিকদিয়া গ্রামে। উচ্চমাধ্যমিকের পর পড়াশোনার জন্য চলে যান পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পাঠ শেষে আবার ভর্তি হোন ঢাকার ইডেন কলেজে। উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর; আইনেও নিয়েছেন স্নাতক ডিগ্রি। ঢাকা আইনজীবী সমিতির একজন তালিকাভুক্ত আইনজীবী।
দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ বেতারের বিজ্ঞাপনদাতা আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠ দিয়েছেন। অমর একুশে বইমেলায় জাগতিক প্রকাশন থেকে প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ ‘...এবং কাঁটাতার’; ২০২৩ সালে অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয় দ্বিতীয় গল্পগ্রন্থ ‘আলোর খোলস’। ২০২৪ সালে দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘জোড়া শালিক’।
এসইউ/জিকেএস