সাহিত্য

আমি চলে যাওয়ার পর

আমি চলে যাওয়ার পরপথের ধারে ঠিকই ফুটবে ঘাসফুলগুলোনিয়মেই উঠবে চাঁদ, রোজ।

আমি চলে যাওয়ার পরখোদাই করে আঁকবে না কেউ, ‘নিখোঁজের সংবাদ’অথচ শোভা পাবে কংক্রিটের শহরে রং-বেরঙের চিত্র।

আমি চলে যাওয়ার পরদোয়েল শিস বাজাবে ভোরে, রোজ নিয়মেইডাহুকও গভীর রাতে জানান দেবে, সে হারায়নি।ফের সন্ধ্যার নিদারুণ দৃশ্যতে, ভাটা কিংবা খরা পড়বে না গাঙচিলেরযারা মুগ্ধ করে যায় মৃত্যু অবধি, নিজেকে বিলিয়ে।

আমি চলে যাওয়ার পরআমায় ঘিরে গভীর চর্চা, বিশ্লেষণে মাতাল হবে মৃত্যুর কারণনিরুপায় হয়ে ছুঁড়ে ফেলে দেবে, ক্যানভাসের টুকরোগুলোঅনুভূতির পোস্টমর্টেমে।

আমি চলে যাওয়ার পরঘোষিত হবে না মৃত বলে, কবিতারাতবে, তারা আগুনে পুড়িয়ে দেবে সুইসাইড নোট ভেবেআমার লিখে রেখে যাওয়া ডায়েরিকে।

আমি চলে যাওয়ার পরঅনেকের চোখ কষ্টিপাথরের রূপ ধারণ করবেতখন আমাকে খুন করা দক্ষ খুনীরও চোখে জমবে না অমাবস্যার রুধা, নামবে না বৃষ্টি ক্ষণে ক্ষণে।

আমি চলে যাওয়ার পরআর কখনো কারো প্রেম নিবেদনের অভাববোধ হবে নাফুরিয়ে যাবে না কোনো প্রাণ, অকালেকষ্ট পাবে না কোনো প্রেমিল, অকারণে পরিপূরক হয়ে বেঁচে রইবে একে অপরেরতখনই প্রত্যেকটি প্রেমিকের জন্য স্বর্গ হয়ে উঠবে প্রেমিকার বুক।

আমি চলে যাওয়ার পরব্যস্ত হয়ে যাবে সবাইমনে রাখবে না কেউআমার পদচিহ্ন নিঃশেষ করার জন্য গড়ে তুলবে ইমারত।

এসইউ/এএসএম