লাইফস্টাইল

রূপার গয়নার যত্ন-আত্তি

সখের রূপার তৈরি গয়না গুলোয় মরিচা পরে যাচ্ছে কি? মরিচা রোধে আর রূপার রূপ ধরে রাখতে চাইলে খুব সহজে অবলম্বন করতে পারেন ঘরোয়া কিছু টিপস। যা আপনার রুপার গয়নাগুলোকে রাখবে নতুনের মতো ঝকঝকে।অলিভ অয়েল ও লেবুর রসআধা কাপ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল মেশান। এবার একটি কাপড়ে এই মিশ্রণ নিয়ে রূপার গয়নাগুলো ভালো করে মুছে নিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।লবণ ও বেকিং সোডাএকটি বাটিতে সামান্য গরম পানি, দুই টেবিল চামচ লবণ ও সামান্য বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিন। এবার রূপার গয়নাগুলো এই মিশ্রণে ভিজিয়ে পাঁচ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে রূপার গয়না অনেকদিন ভালো থাকবে।সাদা ভিনেগার ও বেকিং সোডাএকটি বাটিতে এক কাপ সাদা ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে এর মধ্যে রূপার গয়না দুই থেকে তিন ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার পানি দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে ফেলুন। এতে রূপার গয়নার কালচে দাগ সহজেই দূর হবে।এইচএন/এবিএস