দেশজুড়ে

লোহাগড়ায় নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নড়াইলের লোহাগড়া ইউপি নির্বাচনে ছাগলছিড়ায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে লোহাগড়ার ছাগলছিড়া এলাকায় এ ঘটনা ঘটে।আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নজরুল শিকদারের সমর্থকেরা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বদর খন্দকারের সমর্থকেরা আগুন লাগিয়ে নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মিহির জানান, নৌকা প্রতীকে আগুন দেয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আ.লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা।হাফিজুল নিলু/এফএ/এমএস