দেশজুড়ে

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন

নড়াইলের তুলারামপুর বাজারে একটি বেদানা ফল ক্রয়কে কেন্দ্র করে মুসা মোল্যা নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ।  শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুসা মোল্যা তুলারামপুর দক্ষিণ পাড়ার সাইদ মোল্যার ছেলে।স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তুলারামপুর হাটপাড়া এলাকার হিরক সিকদারের (৩৫) শিশু পুত্র অভি সিকদার তুলারামপুর বাজারের ফল বিক্রেতা তুহিন মোল্যার (২৫) কাছ থেকে একটি বেদানা ক্রয় করে। বিকেলে বেদানা নষ্ট হওয়ার অভিযোগে অভির বাবা হিরক সিকদার ও তুহিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তুহিনের দোকানে থাকা ছুরি দিয়ে কুপানো শুরু করেন হিরক। হিরককে ঠেকাতে গেলে গলায় কুপ লাগে মুসার। পরে তাকে অাশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটে। তাছাড়া আহত তুহিন কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি সুবাস বিশ্বাস বলেন, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।হাফিজুল নিলু/এসকেডি