দেশজুড়ে

শেষ ধাপে নির্বাচিতরা হলেন

নানা অনিয়ম আর সহিংসতায় মধ্যে দিয়ে ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।এদিকে, ভোট চলাকালীন দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ফেনী, ময়মনসিংহ নোয়াখালী ও সুনামগঞ্জে  একজন করে মোট চারজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।ভোট গণনা শেষে সন্ধ্যার পর থেকে বিভিন্ন ইউনিয়নের ফলাফল জাগো নিউজের হাতে আসতে শুরু করেছে। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদে।রংপুর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি জিতু কবীরইউনিয়ন: মমিনপুর  (সদর)বিজয়ী: সুলতানা আক্তার কল্পনা (জাতীয় পার্টি)ইউনিয়ন: বেতগাড়ী (গঙ্গাচড়া)বিজয়ী: কামরুজ্জামান প্রামাণিক লিপটন (স্বতন্ত্র) ইউনিয়ন: কোলকোন্দ (গঙ্গাচড়া)বিজয়ী: সোহরাব আলী রাজু (আওয়ামী লীগ)ইউনিয়ন: বড়বিল (গঙ্গাচড়া)বিজয়ী: আফজালুল হক রাজু (স্বতন্ত্র)ইউনিয়ন: গঙ্গাচড়া (গঙ্গাচড়া)বিজয়: আল সুমন আবদুল্লাহ (স্বতন্ত্র)ইউনিয়ন: লক্ষীটারী (গঙ্গাচড়া)বিজয়ী: আবদুল্লাহ আল হাদী (জাতীয় পার্টি)ইউনিয়ন: গজঘন্টা (গঙ্গাচড়া)বিজয়ী: ডাঃ আজিজুল ইসলাম (জাতীয় পার্টি)ইউনিয়ন: মর্ণেয়া বিজয়ী: মোছাদ্দেক আলী ( আওয়ামী লীগ)ইউনিয়ন: আলমবিদিতর (গঙ্গাচড়া)বিজয়ী: আফতাবুজ্জামান (জাতীয় পার্টি)ইউনিয়ন: নোহালী (গঙ্গাচড়া)বিজয়ী: আবুল কালাম আজাদ টিটুল (আওয়ামী লীগ)সাভার থেকে ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি আল মামুন ইউনিয়ন: শিমুলিয়া বিজয়ী: এ বি এম সরুজ (আ.লীগ) ইউনিয়ন: ধামসোনা বিজয়ী: সাইফুল ইসলাম (আ.লীগ)ইউনিয়ন :  ইয়ারপুর বিজয়ী :সৈয়দ আহমেদ মাস্টার (আ.লীগ)ইউনিয়ন:  আশুলিয়া বিজয়ী: শাহাব উদ্দিন মাদবর (আ.লীগ), ইউনিয়ন: পাথালিয়া বিজয়ী: পারভেজ দেওয়ান (আ.লীগ) ইউনিয়ন: বিরুলিয়া বিজয়ী: সাইদুর রহমান সুজন (আ.লীগ)ইউনিয়ন:  তেতুলঝোড়াবিজয়ী: ফখরুল আলম সমর (আ.লীগ)ইউনিয়ন: ভাকুর্তা বিজয়ী: আনোয়ার হোসেন (আ.লীগ)ইউনিয়ন:  আমিনবাজার বিজয়ী: আনোয়ার হোসেন (আ.লীগ)ইউনিয়ন: বনগাঁও বিজয়ী: সাইফুল ইসলাম (আ.লীগ)ইউনিয়ন: কাউন্দিয়া বিজয়ী : শান্ত চৌধুরী(আ.লীগ বিদ্রোহী)কিশোরগঞ্জ থেকে  ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি  নূর মোহাম্মদইউনিয়ন: জয়সিদ্ধি (ইটনা উপজেলা)বিজয়ী: মো. মনির উদ্দিন ( বিএনপি)ইউনিয়ন: ইটনা সদরবিজয়ী: মো. নূরু মিয়া (বিএনপি)ইউনিয়ন: এলংজুড়িবিজয়ী: গোলাপ মিয়া (স্বতন্ত্র)ইউনিয়ন: রায়টুটিবিজয়ী: ফয়জুল কবির মনোয়ার হোসেন মিল্কী (আ.লীগ ) ইউনিয়ন: ধনপুর বিজয়ী: হরনাথ (স্বতন্ত্র)ইউনিয়ন: মৃগাবিজয়ী: কামরুল হাসান দুলাল (স্বতন্ত্র)ইউনিয়ন: বাদলা বিজয়ী: মো. গণি ভূইয়া (আ.লীগ)ইউনিয়ন: বড়িবাড়ি বিজয়ী: নাজমুল আলম (আওয়ামী লীগ)ইউনিয়ন: চৌগাংগাবিজয়ী: আবদুল আলী (বিএনপি)ইউনিয়ন: গুরধর (করিমগঞ্জ উপজেলা)বিজয়ী: নাজমুল শাকিব (বিএনপি)ইউনিয়ন: জয়কাবিজয়ী: আশরাফ উদ্দিন (স্বতন্ত্র)ইউনিয়ন: নেয়াবাদবিজয়ী: রুহুল আমিন কাজী (জাপা)ইউনিয়ন: বারঘরিয়াবিজয়ী: আয়ুব উদ্দিন (স্বতন্ত্র)ইউনিয়ন: সুতারপাড়াবিজয়ী: মো. হারুন মিয়া (স্বতন্ত্র)ইউনিয়ন: নিয়ামতপুরবিজয়ী: মুকসুম কবীর তন্ময় (আোয়ামী লীগ)ইউনিয়ন: দেহুন্দাএকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হোয়ায় ফলাফল ঘোষণা হয়নি।ইউনিয়ন: কিরাটনবিজয়ী: ইবাদুর রহমান শামীম (আওয়ামী লীগ)ইউনিয়ন: জাফরাবাদবিজয়ী: সাহাবুদ্দিন আহমেদ ফকির মিলন (স্বতন্ত্র)ইউনিয়ন: কাদিরজঙ্গলবিজয়ী: ফজলুর রহমান (স্বতন্ত্র)ইউনিয়ন: গুজাদিয়াবিজয়ী: মো. রফিকুল ইসলাম (স্বতন্ত্র)ইউনিয়ন: তালজাঙ্গা (তাড়াইল উপজেলা)বিজয়ী: সেলিম খান (আওয়ামী লীগ)ইউনিয়ন: রাউতিবিজয়ী: শরীফ উদ্দিন ভূইয়া (বিএনপি)ইউনিয়ন: ধলাবিজয়ী: আসাদুজ্জামান মবিন (জাপা)ইউনিয়ন: জাওয়ারবিজয়ী: জিয়াউর রহমান জিয়া (আওয়ামী লীগ)ইউনিয়ন: দামিহাবিজয়ী: হুমায়ুন কবীর ভূইয়া (স্বতন্ত্র)ইউনিয়ন: দিগদাইরবিজয়ী: গোলাম হোসেন ভূইয়া (আওয়ামী লীগ)ইউনিয়ন: তাড়াইল সাচাইলবিজয়ী: কামরুজ্জামান মহাজন (আওয়ামী লীগ)ইউনিয়ন: জাঙ্গালিয়া (পাকুন্দিয়া উপজেলা)বিজয়ী: সরকার শামীম আহমেদ (আওয়ামী লীগ)ইউনিয়ন: চরফরাদীবিজয়ী: কামাল উদ্দিন (বিএনপি)ইউনিয়ন: এগারসিন্দুরবিজয়ী: মতিউর রহমান (স্বতন্ত্র)ইউনিয়ন: বুরুদিয়াবিজয়ী: নাজমুল হুদা রুবেল (স্বতন্ত্র)ইউনিয়ন: পাটুয়াভাঙ্গাবিজয়ী: মো. সাহাব উদ্দিন (আওয়ামী লীগ)ইউনিয়ন: নারান্দিবিজয়ী: শফিকুল ইসলাম (আওয়ামী লীগ)ইউনিয়ন: হোসেন্দিবিজয়ী: মজিবুর রহমান আকন্দ (স্বতন্ত্র)ইউনিয়ন: সুখিয়াবিজয়ী: আব্দুল হামিদ টিটু (আওয়ামী লীগ)ইউনিয়ন: চন্ডিপাশাবিজয়ী: মো. শামসুদ্দিন (স্বতন্ত্র)ইউনিয়ন: জিনারী (হোসেনপুর উপজেলা)বিজয়ী: আব্দুস সালাম ফকির (আওয়ামী লীগ)ইউনিয়ন: সিদলাবিজয়ী: মো. সিরাজ উদ্দিন (স্বতন্ত্র)ইউনিয়ন: গোবিন্দপুরবিজয়ী: শফিকুল ইসলাম হিমেল (স্বতন্ত্র)ইউনিয়ন: আড়াইবাড়িয়াবিজয়ী: মো. খুর্শিদ উদ্দিন (স্বতন্ত্র)ইউনিয়ন: শাহেদলবিজয়ী: শাহ মাহবুবুল হক (আওয়ামী লীগ)ইউনিয়ন: পুমদীবিজয়ী: মাহবুবুল হাসান (স্বতন্ত্র)কক্সবাজার থেকে ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি সায়ীদ আলমগীর। ইউনিয়ন: পোকখালী (সদর)বিজয়ী: রফিকুল ইসলাম (আ.লীগ বিদ্রোহী)ইউনিয়ন: চৌফলদন্ডীবিজয়ী: ওয়াজ করিম বাবুল (আ.লীগ)ইউনিয়ন: ঈদগাঁও বিজয়ী: ছৈয়দ আলম (আ.লীগ বিদ্রোহী)ইউনিয়ন: ইসলামপুরবিজয়ী: আবুল কালাম (বিএনপি)ইউনিয়ন: ইসলামাবাদবিজয়ী: নুর ছিদ্দীক (আ.লীগ বিদ্রোহী), ইউনিয়ন: জালালাবাদবিজয়ী: ইমরুল হাসান রাশেদ (আ.লীগ)ইউনিয়ন: ফতেখারকুলবিজয়ী: ফরিদুল আলম (আ.লীগ) ইউনিয়ন: রাজারকুলবিজয়ী: মুফিজুর রহমান (আ.লীগ বিদ্রোহী)ইউনিয়ন: খুনিয়াপালংবিজয়ী: আবদুল মাবুদ (আ.লীগ)ইউনিয়ন: চাকমারকুলবিজয়ী: নুরুল ইসলাম (আ.লীগ)ইউনিয়ন: দক্ষিণ মিঠাছড়িবিজয়ী: ইউনূস ভূট্টো (আ.লীগ বিদ্রোহী)  ইউনিয়ন: জোয়ারিয়ানালাবিজয়ী: কামাল শামশুদ্দীন প্রিন্স (আ.লীগ) ইউনিয়ন: জালিয়াপালংবিজয়ী: নুরুল আমিন চৌধুরী (বিএনপি)ইউনিয়ন: রাজাপালংবিজয়ী: জাহাঙ্গীর কবির চৌধুরী (আ.লীগ)ইউনিয়ন: হলদিয়াপালংবিজয়ী: অধ্যক্ষ শাহ আলম (আ.লীগ) ইউনিয়ন: রত্নাপালংবিজয়ী: খায়রুল আলম চৌধুরী (স্বতন্ত্র)ইউনিয়ন: পালংখালীবিজয়ী: গফুর উদ্দিন চৌধুরী (স্বতন্ত্র)পাবনা সদর ও চাটমোহর উপজেলার নির্বাচনী ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি একে জামান ইউনিয়ন: মালঞ্চী বিজয়ী: আব্দুল আলীম (আ. লীগ) ইউনিয়ন: মালিগাছাবিজয়ী : মো: শরিফ (আ.লীগ বিদ্রোহী)ইউনিয়ন: আতাইকুলা বিজয়ী : আতিয়ার রহমান (আ.লীগ)ইউনিয়ন: গয়েশপুর বিজয়ী : মোতাহার হোসেন (আ.লীগ)ইউনিয়ন: দোগাছীবিজয়ী : আলী হাসান (আ.লীগ বিদ্রোহী)ইউনিয়ন: ভাঁড়ার বিজয়ী : আবু সাইদ (আ.লীগ) ইউনিয়ন: হেমায়তপুরবিজয়ী : আলাউদ্দিন মালিথা (স্বতন্ত্রপ্রর্থী)ইউনিয়ন: দাপুনিয়াবিজয়ী : নুরুল ইসলাম ঠান্টু (আ.লীগ)ইউনিয়ন: চরতারাপুরবিজয়ী : রবিউল হক (আ.লীগ)ইউনিয়ন: সাদুল্লাপুরবিজয়ী: আব্দুল কুদ্দুস মুন্সী (স্বতন্ত্রপ্রার্থী)ইউনিয়ন: গুনাইগাছাবিজয়ী : নুরুল ইসলাম (আ.লীগ)ইউনিয়ন: হরিপুর বিজয়ী : মকবুল হোসেন (আ.লীগ)ইউনিয়ন: বিলচলনবিজয়ী : মোহাম্মদ আলী (বিএনপি)ইউনিয়ন: নিমাইচড়া বিজয়ী : কামরুজ্জামান খোকন (আ. লীগ)ইউনিয়ন: ছাইকোলা বিজয়ী : নজরুল ইসলাম (আ.লীগ)ইউনিয়ন: হান্ডিয়ালবিজয়ী : জাকির হোসেন (আ.লীগ বিদ্রোহী)লক্ষ্মীপুর থেকে ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি কাজল কায়েস। ইউনিয়ন: চররমনী মোহন (সদর) বিজয়ী: মো. আবু ইউছুফ (আ.লীগ) ইউনিয়ন: ভাদুর (রামগঞ্জ)বিজয়ী: জাহিদ হোসেন (আ.লীগ) ইউনিয়ন: দরবেশপুর (রামগঞ্জ)বিজয়ী: মিজানুর রহমান (আ.লীগ)ইউনিয়ন: নোয়াগাঁও (রামগঞ্জ)বিজয়ী: মো. হোসেন রানা (আ.লীগ)ইউনিয়ন: ভোলাকোট (রামগঞ্জ)বিজয়ী: মো. বশির আহম্মদ মানিক (আ.লীগ) ইউনিয়ন: চরকাদিরা (কমলনগর)বিজয়ী: খালেদ সাইফুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)

ব্রাহ্মণবাড়িয়ার থেকে ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়।ইউনিয়ন: আশুগঞ্জ সদরবিজয়ী: মো. সালাহ্ উদ্দিন (আ.লীগ)নিকটতম: হাজী মো. নুরুল ইসলাম (স্বতন্ত্র)

হবিগঞ্জ থেকে ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন।ইউনিয়ন: তেঘরিয়া (সদর)বিজয়ী: মো. আনু মিয়া (আ.লীগ)  ইউনিয়ন: রিচি (সদর)বিজয়ী: মিয়া মো. ইলিয়াছ (বিএনপি) ইউনিয়ন: পইল (সদর)বিজয়ী: সৈয়দ মইনুল হক আরিফ (স্বতন্ত্র)ইউনিয়ন: নিজামপুর (সদর)বিদ্রোহী তাজউদ্দিন ইউনিয়ন: শায়েস্তাগঞ্জ বিজয়ী: বুলবুল খান (আ.লীগ)ইউনিয়ন: লস্করপুর বিজয়ী: মাহবুবুর রহমান হিরো (আ.লীগ)ইউনিয়ন: লুকড়া বিজয়ী: ফরহাদ আহমেদ আব্বাস (আ.লীগ) ইউনিয়ন: রাজিউড়া বিজয়ী: বিদ্রোহী শেখ কামাল (আ.লীগ) ইউনিয়ন: গোপায়া বিজয়ী: বিদ্রোহী আক্তার হোসেন (আ.লীগ) ইউনিয়ন: বানিয়াচং দক্ষিণ-পশ্চিম বিজয়ী: রেখাছ মিয়া (আ.লীগ) ইউনিয়ন: উবাহাটা (চুনারুঘাট)বিজয়ী: রজব আলী (আ.লীগ)ইউনিয়ন: চুনারুঘাট সদরবিজয়ী: সৈয়দ লিয়াকত হাসান (বিএনপি)ইউনিয়ন: গাজীপুর বিজয়ী: হুমায়ূন কবির (আ.লীগ)ইউনিয়ন: আহমদাবাদ বিজয়ী: আবেদ হাসনাত চৌধুরী সনজু (আ.লীগ)ইউনিয়ন: দেওরগাছ বিজয়ী: সামছুন্নাহার (আ.লীগ)ইউনিয়ন: পাইকপাড়া বিজয়ী: শামীম (আ.লীগ বিদ্রোহী) ইউনিয়ন: শানখলা বিজয়ী: ফজলুর রহমান (আ.লীগ)ইউনিয়ন: সাটিয়াজুড়ি বিজয়ী: আব্দুর রশিদ (আ.লীগ বিদ্রোহী)  ইউনিয়ন: রাণিগাও বিজয়ী: নূরুল মোমিন চৌধুরী (স্বতন্ত্র)ইউনিয়ন: মিরাশি বিজয়ী: রফিক উদ্দিন (স্বতন্ত্র) ইউনিয়ন: স্নানঘাট (বাহুবল)বিজয়ী: ফেরদৌস আলম (আ.লীগ)ইউনিয়ন: পুটিজুরী বিজয়ী: সামছুদ্দিন তারা মিয়া (আ.লীগ)ইউনিয়ন: সাতকাপন বিজয়ী: শাহ আব্দাল মিয়া (জাতীয় পার্টি) ইউনিয়ন: বাহুবল সদর বিজয়ী: আজমল হোসেন চৌধুরী (আ.লীগ)ইউনিয়ন: লামাতাশি বিজয়ী: হাবিবুর রহমান চৌধুরী টেনু (আ.লীগ)ইউনিয়ন: মিরপুর বিজয়ী: সাইফুদ্দিন লিয়াকত (আ.লীগ)ইউনিয়ন: ভাদেশ্বর বিজয়ী: কামরুজ্জামান বশির (আ.লীগ)

নারায়ণগঞ্জ থেকে ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি শাহাদাত হোসেন।ইউনিয়ন: কলাগাছিয়াবিজয়ী: দেলোয়ার প্রধান (জাতীয় পার্টি)নিকটতম: হাজী জাহাঙ্গীর আলম (আ.লীগ)ইউনিয়ন: মুছাপুরবিজয়ী: মাকসুদ (জাতীয় পার্টি)নিকটতম: হাজী আব্দুল কাদির ঢালী (আ.লীগ)ইউনিয়ন: বন্দরবিজয়ী: এহসান উদ্দিন (জাতীয় পার্টি)নিকটতম: রফিকুল ইসলাম (আ.লীগ)ইউনিয়ন: ধামগড়বিজয়ী: মাসুম আহম্মেদ (আ.লীগ)নিকটতম: কামাল হোসেন (জাতীয় পার্টি)ইউনিয়ন: মদনপুরবিজয়ী: আব্দুস সালাম (আ.লীগ)নিকটতম: মাজহারুল ইসলাম হিরন (বিএনপি)

নেত্রকোনা থেকে ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি কামাল হোসাইন

ইউনিয়ন: ১নং মদনপুর বিজয়ী: ফরিদ আহমদ ফরিদ (স্বতন্ত্র)    ইউনিয়ন: ২নং দক্ষিণ বিশিউড়াবিজয়ী: আবু বকর সিদ্দিক (আ.লীগ)ইউনিয়ন: ৩ ঠাকুরাকোনাবিজয়ী: আব্দুর রাজ্জাক (আ.লীগ)ইউনিয়ন: ৪ কালিয়ারা গাবরাগাতিবিজয়ী: এ.আর.আলী আজগর খান (স্বতন্ত্র)ইউনিয়ন: ৫ মৌগাতিবিজয়ী: মোস্তাফিজুর রহমান খান (আ.লীগ)ইউনিয়ন: ৬ সিংহের বাংলা বিজয়ী: আব্দুর রহিম (আ.লীগ)ইউনিয়ন: ৭ আমতলাবিজয়ী: শফিউল্লাহ (বিএনপি)ইউনিয়ন: ৮নং লক্ষিগঞ্জবিজয়ী: এস.এম শফিকুল কাদের সূজা (স্বতন্ত্র )ইউনিয়ন: ৯নং কাইলাটিবিজয়ী: আনোয়ার হোসেন (আ.লীগ বিদ্রোহী) ইউনিয়ন: ১০ নং রৌহা বিজয়ী: শফিকুল ইসলাম বাতেন (বিএনপি)ইউনিয়ন: ১১নং চল্লিশা  বিজয়ী: মো. আব্দুল জব্বার ফকির (আ.লীগ বিদ্রোহী)ইউনিয়ন: ১২নং মেদনী বিজয়ী: জিল্লুর রহমান নোমান (আ.লীগ)

পঞ্চগড় থেকে ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি সফিকুল আলম।ইউনিয়ন: শালডাংগা (দেবীগঞ্জ) বিজয়ী: মো. আসাদুজ্জামান চৌধুরী মাসুম (আ.লীগ) ইউনিয়ন: সুন্দরদিঘী  (দেবীগঞ্জ)  বিজয়ী: পরেশ চন্দ্র রায় সরকার (আ.লীগ)ইউনিয়ন: পামুলি  (দেবীগঞ্জ) বিজয়ী: মো. ফজলে হায়দার প্রধান (আ.লীগ)ইউনিয়ন: সোনাহার (দেবীগঞ্জ) বিজয়ী: মো. রহিমুল ইসলাম বুলবুল (বিএনপি)ইউনিয়ন: দন্ডপাল (দেবীগঞ্জ) বিজয়ী: মো. জামেদুল ইসলাম (স্বতন্ত্র)ইউনিয়ন: চেংঠী হাজরা ডাঙ্গা (দেবীগঞ্জ)  বিজয়ী: অনিল চন্দ্র রায় (স্বতন্ত্র)

দিনাজপুর থেকে ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি এমদাদুল হক মিলন।ইউনিয়ন: ৩নং ধামইর (বিরল)বিজয়ী: মোসলেন উদ্দিন (আ.লীগ)নিকটতম: তোজাম্মেল হক (বিএনপি)ইউনিয়ন: ৪নং শহর গ্রামবিজয়ী: আব্দুর রহমান মুরাদ (স্বতন্ত্র)নিকটতম: মিজানুর রহমান(আ.লীগ)ইউনিয়ন: ৬নং ভান্ডারাবিজয়ী: মামুনুর রশিদ মামুন (আ.লীগ)নিকটতম: শহিদুর রহমান (স্বতন্ত্র)ইউনিয়ন: ৯নং মঙ্গলপুর বিজয়ী: সেরাজুল ইসলাম (আ.লীগ)  নিকটতম: কছিম উদ্দিন আহম্মেদ (স্বতন্ত্র)ইউনিয়ন: ১০নং রানীপুকুরবিজয়ী: ফারুক আজম (আ.লীগ)      নিকটতম: মোজাহারুল ইসলাম (বিএনপি)

টাঙ্গাইল থেকে ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি আরিফ উর রহমান টগর।ইউনিয়ন: করটিয়াবিজয়ী: খালেকুজ্জামান চৌধুরী (আ.লীগ) ইউনিয়ন: গালাবিজয়ী: রাজকুমার (আ.লীগ) ইউনিয়ন: হুগড়াবিজয়ী: তোফাজ্জল হোসেন খান (আ.লীগ) ইউনিয়ন: মগড়াবিজয়ী: আজহারুল ইসলাম (আ.লীগ) ইউনিয়ন: পোড়াবাড়ী বিজয়ী: আজমত আলী (স্বতন্ত্র) ইউনিয়ন: ঘারিন্দাবিজয়ী: রুহুল আমিন খান খোকন (আ.লীগ) ইউনিয়ন: বাঘিলবিজয়ী: রফিকুল ইসলাম সোহাগ (স্বতন্ত্র) ইউনিয়ন দাইন্যাবিজয়ী: লাবলু মিয়া (স্বতন্ত্র) ইউনিয়ন: ঘাটাইলবিজয়ী: হায়দার আলী (আ.লীগ)ইউনিয়ন: আনাহলাবিজয়ী: শাজাহান তালুকদার (আ.লীগ)ইউনিয়ন লোকেরপাড়াবিজয়ী: ফরিদ হোসেন (আ.লীগ) ইউনিয়ন: দেওপাড়াবিজয়ী: মাইনুদ্দিন তালুকদার (স্বতন্ত্র)ইউনিয়ন: দিগড়বিজয়ী: আবুল কালাম আজাদ (স্বতন্ত্র) ইউনিয়ন: দেওলাবাড়ীবিজয়ী: রফিকুল ইসলাম (বিএনপি) ইউনিয়ন: দিঘলকান্দিবিজয়ী: নজরুল ইসলাম (বিএনপি) ইউনিয়ন: জামুরিয়াবিজয়ী: ইখলাক হোসেন খান শামীম (বিএনপি) ইউনিয়ন: নাগবাড়ীবিজয়ী: মাছুদুর রহমান মিল্টন সিদ্দিকী (স্বতন্ত্র) ইউনিয়ন: গোহারিয়াবাড়ীবিজয়ী: হযরত আলী তালুকদার (আ.লীগ) ইউনিয়ন: সল্লাবিজয়ী: আব্দুল আলিম (আ.লীগ) ইউনিয়ন: দূর্গাপুরবিজয়ী: এএসএম আনোয়ার হোসেন (আ.লীগ) ইউনিয়ন: কোকডোহড়াবিজয়ী: সাফিউর রহমান (স্বতন্ত্র) ইউনিয়ন: বল্লাবিজয়ী: চাঁন মাহমুদ (আ.লীগ) ইউনিয়ন পাইকড়াবিজয়ী: আজাদ হোসেন (আ.লীগ) ইউনিয়ন: নারান্দিয়াবিজয়ী: শুকুর মাহমুদ (আ.লীগ) ইউনিয়ন: সহদেবপুরবিজয়ী: মাসুদুর রহমান বালা বিএনপি

কুমিল্লা থেকে ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি কামাল উদ্দিন।           ইউনিয়ন: ভুলুইন উত্তর           বিজয়ী: আবদুর রহিম (আ.লীগ)ইউনিয়ন: ভুলুইন দক্ষিণ         বিজয়ী: একরামুল হক (আ.লীগ)ইউনিয়ন: বাগমারা         বিজয়ী: উত্তর আবুল কাসেম (আ.লীগ)ইউনিয়ন: বাগমারা দক্ষিণ         বিজয়ী: আবু তাহের মজুমদার (আ.লীগ)ইউনিয়ন: বিজয়পুর         বিজয়ী: খোরশেদ আলম     (আ.লীগ) ইউনিয়ন: বেলঘর উত্তর         বিজয়ী: আবুল খায়ের (আ.লীগ) ইউনিয়ন: বেলঘর দক্ষিণ         বিজয়ী: আবদুল মান্নান (আ.লীগ)ইউনিয়ন: পেরিয়া বিজয়ী: হুমায়ুন কবির মজুমদার (আ.লীগ) ইউনিয়ন: হেসাখাল ইউপি      বিজয়ী: জালাল আহমেদ ভূইয়া (আ.লীগ)ইউনিয়ন: গুনাইঘর উত্তর          বিজয়ী: খোরশেদ আলম (আ.লীগ) ইউনিয়ন: গুনাইঘর দক্ষিণ         বিজয়ী: আবদুল হাকিম (স্বতন্ত্র) ইউনিয়ন: বরকামতা         বিজয়ী: নুরুল ইসলাম (আ.লীগ)ইউনিয়ন: গৌরীপুর          বিজয়ী: আবুল হাসেম সরকার (আ.লীগ) ইউনিয়ন: মোহাম্মদপুর         বিজয়ী: মজিবুর রহমান (বিএনপি) ইউনিয়ন: মালিগাঁও         বিজয়ী: নুরুল ইসলাম (আ.লীগ) ইউনিয়ন: ইলিয়টগঞ্জ         বিজয়ী: উত্তর জসিম উদ্দিন (আ.লীগ)ইউনিয়ন: জিংলাতলী বিজয়ী: আলমগীর হোসেন (স্বতন্ত্র) ইউনিয়ন: সুন্দলপুর         বিজয়ী: মাসুদ আলম (আ.লীগ)ইউনিয়ন: মারুকা             বিজয়ী: খলিলুর রহমান তালুকদার (আ.লীগ)ইউনিয়ন: বিটেশ্বর         বিজয়ী: খোরশেদ আলম (স্বতন্ত্র)ইউনিয়ন: গোয়ালমারী         বিজয়ী: নুরুল আলম (স্বতন্ত্র)ইউনিয়ন: পদুয়া             বিজয়ী: বাবুল তালুকদার (আ.লীগ) ইউনিয়ন: পাঁচগাছিয়া         বিজয়ী: জামাল উদ্দিন চৌধুরী (আ.লীগ) ইউনিয়ন: দাউদকান্দি উত্তর     বিজয়ী: আবদুস সালাম (আ.লীগ)ইউনিয়ন: শ্রীকাইল         বিজয়ী: নজরুল ইসলাম (স্বতন্ত্র), ইউনিয়ন: আকবপুর         বিজয়ী: বাবুল হোসেন মোল্লা (আ.লীগ) ইউনিয়ন: আন্দিকোট         বিজয়ী: ওমর ফারুক (আ.লীগ)ইউনিয়ন: রামচন্দ্রপুর         বিজয়ী: উত্তর ছফু মিয়া (আ.লীগ) ইউনিয়ন: রামচন্দ্রপুর         বিজয়ী: দক্ষিণ আবদুল লতিফ (আ.লীগ)ইউনিয়ন: যাত্রাপুর         বিজয়ী: আবুল কালাম আজাদ (আ.লীগ)ইউনিয়ন: বাঙ্গরা             বিজয়ী: পশ্চিম রুহুল আমিন (আ.লীগ)ইউনিয়ন: বাঙ্গরা             বিজয়ী: পূর্ব আবদুল মান্নান (স্বতন্ত্র) ইউনিয়ন: পূর্বধইর পূর্ব         বিজয়ী: বনকুমার শিব (স্বতন্ত্র)ইউনিয়ন: পূর্বধইর পশ্চিম         বিজয়ী: শরিফুল ইসলাম (আ.লীগ) ইউনিয়ন: চাপিতলা         বিজয়ী: আবদুল কাইয়ুম ভূঁইয়া (আ.লীগ)ইউনিয়ন: টনকি             বিজয়ী: জাকির হোসেন (আ’লীগ)ইউনিয়ন: নবীপুর পূর্ব         বিজয়ী: কাজী আবুল খায়ের (স্বতন্ত্র)ইউনিয়ন: নবীপুর পশ্চিম         বিজয়ী: কামাল উদ্দিন (আ.লীগ)ইউনিয়ন: ধামঘর             বিজয়ী: আবুল হাসেম (স্বতন্ত্র)ইউনিয়ন: দারোরা         বিজয়ী: শাহজাহান  (আ.লীগ)ইউনিয়ন: বাবুটিপাড়া         বিজয়ী: জাকির হোসেন মুন্সী  (আ.লীগ)ইউনিয়ন: পাহাড়পুর         বিজয়ী: আবদুস সামাদ মাঝি  (আ.লীগ) ইউনিয়ন: ছালিয়াকান্দি         বিজয়ী: আবু মুছা সরকার (স্বতন্ত্র)ইউনিয়ন: জাহাপুর         বিজয়ী: শফিকুল ইসলাম  (আ.লীগ)      ইউনিয়ন: কামাল্লা              বিজয়ী: ফিরোজ খান (আ.লীগ)নওগাঁ থেকে নির্বাচনের ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি আব্বাস আলীনওগাঁ সদর ইউনিয়ন : শিকারপুর বিজয়ী : ময়নুল হক (স্বতন্ত্র)প্রতিদ্বন্দ্বী : দেওয়ান নুরুল্লাহ (বিএনপি) ও জাহিদুর রহমান (আ.লীগ) ইউনিয়ন : বোয়ালিয়াবিজয়ী : হাসানুল আল মামুন (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : মোস্তাফিজুর রহমান (বিএনপি)ইউনিয়ন : তিলকপুর বিজয়ী : রোজাউল করিম (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : আব্দুল মজিদ (বিএনপি)ইউনিয়ন : কীর্ত্তিপুর বিজয়ী : আতোয়ার রহমান (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : আব্দুস সামাদ (বিএনপি)ইউনিয়ন : চন্ডিপুর বিজয়ী : বেদাররুল ইসলাম (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : সাহার আলী মন্ডল (বিএনপি)ইউনিয়ন : দুবলহাটি বিজয়ী : আনিছুর রহমান (বিএনপি)প্রতিদ্বন্দ্বী : মোখলেছুর রহমান আজম (আ.লীগ)ইউনিয়ন : শৈলগাছী বিজয়ী : আব্দুল গফুর সরদার (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : আফতাব হোসেন প্রামানিক (বিএনপি)ইউনিয়ন : হাঁপানিয়া বিজয়ী : আফরাফ আলী (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : দেওয়ান মোস্তাক আহমেদ (বিএনপি)ইউনিয়ন : বলিহার বিজয়ী : আফতাব আলী (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : জালাল হোসেন (বিএনপি)ইউনিয়ন : বক্তারপুর বিজয়ী : মোরসেদুল আলম (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : সারওয়ার কামাল (বিএনপি)ইউনিয়ন : বর্ষাইল বিজয়ী : সামছুজ্জোহা (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : এসএম আব্দুল মান্নান (বিএনপি)বদলগাছী উপজেলাইউনিয়ন : বালুভরা বিজয়ী : শেখ আয়েন উদ্দীন (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : আল এমরান হোসেন (বিএনপি)ইউনিয়ন : আধাইপুর বিজয়ী : জাকির হোসেন চৌধুরী (স্বতন্ত্র)প্রতিদ্বন্দ্বী : জিল্লুর রহমান (আ.লীগ) ও ওসমান আলী মন্ডল (বিএনপি)ইউনিয়ন : বিলাশবাড়ী বিজয়ী : সাইদুর রহমান কেটু (স্বতন্ত্র)প্রতিদ্বন্দ্বী : এমরান হোসেন খান (আ.লীগ) ও সাজ্জাদ হোসেন (বিএনপি)ইউনিয়ন : কোলা বিজয়ী : এসকেন্দার মির্জা (স্বতন্ত্র)প্রতিদ্বন্দ্বী : গোলাম রব্বানী মুকুল (বিএনপি) ও আবু বক্কর সিদ্দিক (আ.লীগ)ইউনিয়ন : মিঠাপুর বিজয়ী : ফিরোজ হোসেন (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : মীর মহীর উদ্দীন আলমগীর (বিএনপি)ইউনিয়ন : পাহাড়পুর বিজয়ী : হাসনাত মিজানুর রহমান (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : সুলতান মামুদ (বিএনপি)ইউনিয়ন : মথুরাপুর বিজয়ী : আব্দুর রহমান (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : আব্দুল হাদী চৌধুরী টিপু (বিএনপি)ইউনিয়ন : বদলগাছী বিজয়ী : আব্দুস সালাম (স্বতন্ত্র)প্রতিদ্বন্দ্বী : আব্দুস সবুর চৌধুরী (বিএনপি) ও আনোয়ার হোসেন (আ.লীগ)মহাদেবপুর উপজেলাইউনিয়ন : রাইগাঁ বিজয়ী : মঞ্জুর আলম মঞ্জু (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : মোজাম্মেল হক শরিফুল ইসলাম (বিএনপি)ইউনিয়ন : খাজুর বিজয়ী : বেলাল উদ্দীন (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : আব্দুল জব্বার মন্ডল (বিএনপি) ইউনিয়ন : উত্তরগ্রাম বিজয়ী :  আবিদ হোসেন (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বী : মনোনিত রনজিৎ কুন্ডু (আ.লীগ) ও আবু হাসান আলী মন্ডল (বিএনপি)ইউনিয়ন : ভীমপুর বিজয়ী : রামপ্রসাদ ভদ্র (বিএনপি)প্রতিদ্বন্দ্বী : হাসান আলী মন্ডল (আ.লীগ)ইউনিয়ন : চেরাগপুর বিজয়ী : শিবনাথ মিশ্র (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : মনোনীত বদিউজ্জামান (বিএনপি)ইউনিয়ন : চাঁন্দাশ বিজয়ী : মাহমুদান নবী রিপন (স্বতন্ত্র)প্রতিদ্বন্দ্বী : আবদুর রশিদ মন্ডল সাত্তার (আ.লীগ) ও আবদুস ছাত্তার মাস্টার (বিএনপি)ইউনিয়ন : হাতুড় বিজয়ী : এনামুল হক মন্ডল (বিএনপি)প্রতিদ্বন্দ্বী : আকবর হোসেন মন্ডল (আ.লীগ)ইউনিয়ন : এনায়েতপুর বিজয়ী : রফিকুল ইসলাম মকুল (স্বতন্ত্র)প্রতিদ্বন্দ্বী : মেহেদী হাসান মিয়া (আ.লীগ) ও মোজাফফর হোসেন (বিএনপি)ইউনিয়ন : সফাপুর বিজয়ী : শামসুল আলম বাচ্চু (বিএনপি)প্রতিদ্বন্দ্বী : ময়নুল ইসলাম (আ.লীগ)ইউনিয়ন : মহাদেবপুর সদর বিজয়ী : মাহবুবুর রহমান ধলু (আ.লীগ)প্রতিদ্বন্দ্বী : আক্কাছ আলী (বিএনপি)সিরাজগঞ্জ থেকে নির্বাচনের ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি বাদল ভৌমিকউল­্লাপাড়া উপজেলাইউনিয়ন : সলপ বিজয়ী : ইঞ্জি. শওকত হোসেন (আওয়ামী লীগ)ইউনিয়ন : বড় পাঙ্গাসীবিজয়ী : হুমায়ন কবীর লিটন (আওয়ামী লীগ) ইউনিয়ন : বাঙালাবিজয়ী : সোহেল রানা (আওয়ামী লীগ)ইউনিয়ন : কয়ড়া বিজয়ী : হেলাল উদ্দিন হেলাল (আওয়ামী লীগ)ইউনিয়ন : পঞ্চক্রশি  বিজয়ী : ফিরোজ আহমেদ (আওয়ামী লীগ)ইউনিয়ন : মোহনপুর বিজয়ী : শক্তি মির্জা (আওয়ামী লীগ)ইউনিয়ন :পুর্নিমাগাঁতী বিজয়ী : আলহাজ্ব খলিলুর রহমান (আওয়ামী লীগ)ইউনিয়ন : রামকৃষ্ণপুর বিজয়ী : রফিকুল ইসলাম হিরু (আওয়ামী লীগ)ইউনিয়ন : হাটিকুমরুল বিজয়ী : হেদায়েতুল আলম (আওয়ামী লীগ)ইউনিয়ন : উল্লাপাড়া সদর বিজয়ী : আবু সালেক (আওয়ামী লীগ)ইউনিয়ন : দুর্গানগরবিজয়ী : আফসার আলী (আওয়ামী লীগ)ইউনিয়ন : উধুনিয়া বিজয়ী : আব্দুল জলিল (আওয়ামী লীগ বিদ্রোহী) ইউনিয়ন : সলঙ্গা বিজয়ী : মতিয়ার রহমান (বিএনপি)চৌহালী উপজেলাইউনিয়ন : ঘোরজান বিজয়ী : রমজান আলী (আওয়ামী লীগ)ইউনিয়ন : খাসপুখুরিয়া বিজয়ী : আব্দুল মজিদ সরকার (আওয়ামী লীগ)ইউনিয়ন : স্থলবিজয়ী : নজরুল ইসলাম (আওয়ামী লীগ)কাজিপুর উপজেলাইউনিয়ন : কাজিপুরবিজয়ী : টিএম আতিকুর রহমান (আওয়ামী লীগ)শাহজাদপুর উপজেলাইউনিয়ন : কৈজুরী বিজয়ী : সাইফুল ইসলাম (আওয়ামী লীগ)শেরপুর থেকে নির্বাচনের ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি হাকিম বাবুলশ্রীবরদী উপজেলাইউনিয়ন : রানীশিমুল  বিজয়ী : মো. মাসুদ রানা (আ.লীগ) নিকটতম প্রতিদ্বন্দ্বী : আহসান হাবীব (বিএনপি)ইউনিয়ন : তাতিহাটিবিজয়ী : মো. আসাদ উল্লাহ বিল্লাল (আ.লীগ)নিকটতম প্রতিদ্বন্দ্বী :  আব্দুল হালিম (বিএনপি)ইউনিয়ন : গোসাইপুর  বিজয়ী : এসএম জুবায়েল হোসেন (বিএনপি) নিকটতম প্রতিদ্বন্দ্বী : শাহ জামাল ইসলাম আশিক (আ.লীগ)ইউনিয়ন : ভেলুয়া বিজয়ী : মো. মিজানুর রহমান মিয়া (স্বতন্ত্র) নিকটতম প্রতিদ্বন্দ্বী : রেজাউল করিম (আ.লীগ) ইউপি নির্বাচনের ফল: রাঙ্গামাটিরাঙামাটি থেকে নির্বাচনের ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমারাঙামাটি সদর উপজেলা ইউনিয়ন : বন্দুকভাঙ্গা বিজয়ী : বরুণ কান্তি চাকমা (জেএসএস) ইউনিয়ন : বালুখালী বিজয়ী : বিজয় গিরি চাকমা (জেএসএস) ইউনিয়ন : জীবতলী বিজয়ী : সুদত্ত বিকাশ কার্বারী (জেএসএস)ইউনিয়ন : মগবান বিজয়ী : বিশ্বজিৎ চাকমা (জেএসএস) ইউনিয়ন : কুতুকছড়ি বিজয়ী : কানন চাকমা (ইউপিডিএফ) ইউনিয়ন : সাপছড়ি বিজয়ী : মৃণাল কান্তি চাকমা (জেএসএস)বরকল উপজেলাইউনিয়ন : বড় হরিণা বিজয়ী : লীলাময় চাকমা (জেএসএস)ইউনিয়ন : ভুষণছড়া বিজয়ী : মামুনুর রশীদ মামুন (আ.লীগ)ইউনিয়ন : আইমাছড়া বিজয়ী : অমর কুমার চাকমা (জেএসএস)ইউনিয়ন : বরকল সদর বিজয়ী : কমলেন্দু বিকাশ চাকমা (জেএসএস)ইউনিয়ন : সুবলং বিজয়ী : তরুণ জ্যোতি চাকমা (জেএসএস)নানিয়ারচর উপজেলা ইউনিয়ন : সাবেক্ষ্যং বিজয়ী : সুশীল জীবন চাকমা (ইউপিডিএফ) ইউনিয়ন : নানিয়ারচর সদর বিজয়ী : জ্যোতিলাল চাকমা (ইউপিডিএফ)ইউনিয়ন : বুড়িঘাট বিজয়ী : প্রমোদ খীসা (ইউপিডিএফ)ইউনিয়ন : ঘিলাছড়ি বিজয়ী : অমরকান্তি চাকমা (ইউপিডিএফ) বাঘাইছড়ি উপজেলাইউনিয়ন : আমতলী বিজয়ী : মো. রাসেল আহমেদ (আ.লীগ)ইউনিয়ন : রূপকারী বিজয়ী : শ্যামল কান্তি চাকমা (আ.লীগ)ইউনিয়ন : মারিশ্যা বিজয়ী : মানবজ্যোতি চাকমা (জেএসএস) ইউনিয়ন : সাজেক বিজয়ী : ন্যানসন চাকমা (ইউপিডিএফ)ইউনিয়ন : খেদারমারা বিজয়ী : সন্তোষ কুমার চাকমা (জেএসএস)ইউনিয়ন : সারোয়াতলী বিজয়ী : তুষার কান্তি চাকমা (জেএসএস) ইউনিয়ন : বঙ্গলতলী বিজয়ী : জ্ঞানজ্যোতি চাকমা (ইউপিডিএফ)ইউডনয়ন : বাঘাইছড়ি সদর বিজয়ী : সুনীল বিহারী চাকমা (জেএসএস) কাউখালী উপজেলাইউনিয়ন : ফটিকছড়ি বিজয়ী : ধন কুমার চাকমা (ইউপিডিএফ)ইউনিয়ন : বেতবুনিয়া বিজয়ী : খুইসাবাই মারমা (আ.লীগ)ইউনিয়ন : ঘাগড়া বিজয়ী : জগদীশ চাকমা (ইউপিডিএফ)ইউনিয়ন : কলমপতি বিজয়ী : ক্যজাই মারমা (আ.লীগ)কাপ্তাই উপজেলাইউনিয়ন : চিৎমরম বিজয়ী : ক্যইসা অং মারমা (জেএসএস)ইউনিয়ন :কাপ্তাই সদর বিজয়ী : প্রকৌশলী আবদুল লতিফ (আ.লীগ) ইউনিয়ন : ওয়াগ্গা বিজয়ী : চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা (আ.লীগ)ইউনিয়ন : রাইখালী বিজয়ী : সাইমং মারমা (জেএসএস)জুরাছড়ি উপজেলাইউনিয়ন : বনযোগীছড়া বিজয়ী : সন্তোষ বিকাশ চাকমা (জেএসএস),ইউনিয়ন : জুরাছড়ি সদর বিজয়ী : ক্যানন চাকমা (জেএসএস)ইউনিয়ন : দুমদুম্যা বিজয়ী : শান্তিরাজ চাকমা (জেএসএস)ইউনিয়ন : মৈদং বিজয়ী : সাধনানন্দ চাকমা (জেএসএস)বিলাইছড়ি উপজেলাইউনিয়ন : বিলাইছড়ি সদর বিজয়ী : সুনীল কান্তি দেওয়ান (জেএসএস)ইউনিয়ন : কেংরাছড়ি বিজয়ী : অমরজীব চাকমা (জেএসএস)ইউনিয়ন : ফারুয়া বিজয়ী : বিদ্যালাল তঞ্চঙ্গ্যা (আ.লীগ)লংগদু উপজেলাইউনিয়ন : লংগদু সদর বিজয়ী : কুলিন মিত্র চাকমা (স্বতন্ত্র)ইউনিয়ন : আটারকছড়া বিজয়ী : মঙ্গল কান্তি চাকমা (স্বতন্ত্র)ইউনিয়ন : মাইনীমুখ বিজয়ী : আবদুল বারেক সরকার (আ.লীগ)ইউনিয়ন : গুলশাখালী বিজয়ী : আবু নাসের (বিএনপি)ইউনিয়ন : বগাচতর বিজয়ী : আবদুর রশীদ (আ.লীগ)ইউনিয়ন : ভাসান্যাদম বিজয়ী : হজরত আলী (আ.লীগ) ইউনিয়ন : কালাপাকুজ্যা বিজয়ী : মোস্তফা মিয়া (আ.লীগ) রাজস্থলী উপজেলাইউনিয়ন : ঘিলাছড়ি বিজয়ী : সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা (জেএসএস)ইউনিয়ন : গাইন্দ্যা বিজয়ী : উথান মারমা (জেএসএস)ইউনিয়ন : বাঙ্গালহালিয়া বিজয়ী : নিউমং মারমা (আ.লীগ) পিরোজপুর থেকে নির্বাচনের ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি হাসান মামুনপিরোজপুর সদর উপজেলাইউনিয়ন : মল্লিক  বিজয়ী : মো.শহীদুল ইসলাম (আ.লীগ) নিকটতম প্রতিদ্বন্দ্বী : মো. কামরুজ্জামান সিকদার (স্বতন্ত্র)ইউনিয়ন : দূর্গাপুরবিজয়ী : মো. চাঁন মিয়া (আ.লীগ) নিকটতম প্রতিদ্বন্দ্বী : মো. নোমান মৃধা (স্বতন্ত্র)ইউনিয়ন : শংকরপাশা বিজয়ী : মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন (বিনা প্রতিদ্বন্দ্বিতা)জিয়ানগর উপজেলা ইউনিয়ন : পত্তাশীবিজয়ী : হাওলাদার মো. মোয়াজ্জেম হোসেন (আ.লীগ) নিকটতম প্রতিদ্বন্দ্বী : মো. আসাদুল কবির তালুকদার (জাতীয় পাটি-জেপি)ইউনিয়ন : পাড়েরহাটবিজয়ী : মো. গোলাম সরোয়ার বাবুল (স্বতন্ত্র)নিকটতম প্রতিদ্বন্দ্বী : মো. শাহাবুদ্দিন হাওলাদার (আ.লীগ)নাজিরপুর উপজেলা ইউনিয়ন : দীর্ঘা বিজয়ী : আশুতোষ বেপারী (আ.লীগ)নিকটতম প্রতিদ্বন্দ্বী :দ্বিজদাস হালদার(স্বতন্ত্র)ইউনিয়ন : শ্রীরামকাঠী বিজয়ী : এমএ মালেক বেপারী (নৌকা)নিকটতম প্রতিদ্বন্দ্বী : মো. মোতাহার আলী মোল্লা (বিএনপি)নোয়াখালী থেকে নির্বাচনের ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি মিজানুর রহমানইউনিয়ন : ১ নং চর মটুয়াবিজয়ী : মো.কামাল উদ্দিন ( আ.লীগ)ইউনিয়ন : পূব চরমটুয়া বিজয়ী : মো.নুরুল আলম (আ.লীগ)ইউনিয়ন : নেয়াজপুর (স্থগিত)ইউনিয়ন : এওজবালিয়াবিজয়ী : আবদুজ জাহের ( আ.লীগ)ইউনিয়ন : অশ্বদিয়াবিজয়ী : গোলাম হোসেন বাবলু (আ.লীগ বিদ্রোহী)ইউনিয়ন : বিনোদপুর (স্থগিত)ইউনিয়ন : কাদিরহানিফবিজয়ী : রহিম চৌধুরী (আ.লীগ)ইউনিয়ন : কালাদরাফবিজয়ী : মিজানুর রহমান ( আ.লীগ)ইউনিয়ন : আন্ডার চর বিজয়ী : আলী হায়দার বকশী  (আ.লীগ)ইউনিয়ন : দাদপুরবিজয়ী : মো. দেলোয়ার হোসেন  (আ.লীগ)নীলফামারী থেকে নির্বাচনের ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি জাহেদুল ইসলামনীলফামারী সদর উপজেলা ইউনিয়ন : চাপড়াসরমজানী বিজয়ী : খলিলুর রহমান সরকার (আ.লীগ)সৈয়দপুর উপজেলাইউনিয়ন : কামারপুকুর বিজয়ী : রেজাউল করিম লোকমান (বিএনপি)ইউনিয়ন : বাঙ্গালীপুর বিজয়ী : প্রনোরেশ চন্দ্র বাগচী (আ.লীগের বিদ্রোহী)ইউনিয়ন : খাতামধুপুর বিজয়ী : জুয়েল চৌধুরী (স্বতন্ত্র) ইউনিয়ন : কাশিরাম বেলপুকুরবিজয়ী : এনামুল হক চৌধুরী (আ.লীগ)ইউনিয়ন : বোতলাগাড়ী বিজয়ী : হেলাল চৌধুরী (আ.লীগ)নাটোর থেকে নির্বাচনের ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি রেজাউল করিম রেজাগুরুদাসপুর উপজেলাইউনিয়ন : ২ নং বিয়াঘাটবিজয়ী : মোজাম্মেল হক (আ.লীগ)ইউনিয়ন : ৩ নং খুবজিপুর বিজয়ী : মনিরুল ইসলাম দোলন (আ.লীগ)ইউনিয়ন :  ৪ নং মসিন্দা বিজয়ী : মোস্তাফিজুর রহমান (আ.লীগ)ইউনিয়ন : ৫ নং ধারাবারিষা বিজয়ী : আব্দুল মতিন (আ.লীগ)ইউনিয়ন : ৬ নং চাপিলা  বিজয়ী : আলাউদ্দিন ভুট্ট (আ.লীগ)ইউনিয়ন : ১নং নাজিরপুরবিজয়ী : শওকত রানা লাবু ( আওয়ামী লীগের বিদ্রোহী)বাগাতিপাড়া উপজেলাইউনিয়ন : ২ নং জামনগরবিজয়ী : আব্দুল কুদ্দুস (আ.লীগ)ইউনিয়ন : ৩ নং বাগাতিপাড়াবিজয়ী : মজিবুর রহমান (আ.লীগ)ইউনিয়ন : ৪ নং দয়ারামপুরবিজয়ী : মাহবুব ইসলাম মিঠু (বিনা প্রতিদ্বন্দ্বিতা)ইউনিয়ন : ৫ নং ফাগুয়ার দিয়ারবিজয়ী : জহরুল ইসলাম (আ.লীগ)মৌলভীবাজার থেকে নির্বাচনের ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি  ইউনিয়ন : খলিলপুর বিজয়ী : পোদ্দার বাচ্চুু (আওয়ামী লীগ) ইউনিয়ন : মনুমুখবিজয়ী : আব্দুল হক সেফুল (স্বতন্ত্র) ইউনিয়ন : কামালপুরবিজয়ী : ফয়সল আহমদ (বিএনপি)ইউনিয়ন : আপার কাগাপলাবিজয়ী : মো. আজির উদ্দিন (আওয়ামী লীগ) ইউনিয়ন : আখাইলকুড়াবিজয়ী :  সেলিম আহমদ (স্বতন্ত্র) ইউনিয়ন : একাটুনাবিজয়ী : আবু সুফিয়ান (আওয়ামী লীগ) ইউনিয়ন : চাঁদনীঘাটবিজয়ী : আখলাই মিয়া (স্বতন্ত্র)ইউনিয়ন : কনকপুরবিজয়ী : রেজাউর রহমান চৌধুরী (স্বতন্ত্র) ইউনিয়ন : আমতৈলবিজয়ী :  রানা খান শাহিন (বিএনপি)ইউনিয়ন : নাজিরাবাদবিজয়ী : সৈয়দ এনামুল হক রাজা (স্বতন্ত্র)ইউনিয়ন : মোস্তফাপুরবিজয়ী : মো. তাজুল ইসলাম তাজ (স্বতন্ত্র) ইউনিয়ন : গিয়াসনগরবিজয়ী : গোলাম মোস্তফা (আওয়ামী লীগচাঁদপুর থেকে নির্বাচনের ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি ইকরাম চৌধুরীশাহরাস্তি উপজেলাইউনিয়ন : টামটা উত্তরবিজয়ী : ওমর ফারুক দর্জি (আওয়ামী লীগের বিদ্রোহী) নিকটতম প্রতিদ্বন্দ্বী : মো. হুমায়ুন কবির মজুমদার (আ.লীগ)ইউনিয়ন : টামটা দক্ষিণ বিজয়ী : মো. জহিরুল ইসলাম মানেক (আ.লীগ )নিকটতম প্রতিদ্বন্দ্বী : মো. ওমর ফারুক (আওয়ামী লীগের বিদ্রোহী)ইউনিয়ন : মেহের উত্তরবিজয়ী : মনির হোসেন (আ.লীগ)নিকটতম প্রতিদ্বন্দ্বী : সাইফুল ইসলাম (বিএনপি)ইউনিয়ন : মেহের দক্ষিণবিজয়ী : সফিউল আলম মিন্টু (আওয়ামী লীগের বিদ্রোহী)নিকটতম প্রতিদ্বন্দ্বী : জাহাঙ্গীর আলম মাস্টার (বিএনপি বিদ্রোহী)মতলব উত্তর উপজেলাইউনিয়ন : গজরাবিজয়ী : মো. হানিফ দর্জি (আ.লীগ, বিনা প্রতিদ্বন্দ্বিতা)ইউনিয়ন : কলাকান্দাবিজয়ী : আব্দুস সোবহান সরকার সুভা (আ.লীগ, বিনা প্রতিদ্বন্দ্বিতা)মাগুরা থেকে নির্বাচনের ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি আরাফাত হোসেনমাগুরা সদর উপজেলাইউনিয়ন : কুচিয়ামোড়া বিজয়ী : জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র)নিকটতম প্রতিদ্বন্দ্বী : আলমগীর হোসেন তুষার (আ.লীগ)গাইবান্ধা থেকে নির্বাচনের ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি অমিত দাশগোবিন্দগঞ্জ উপজেলাইউনিয়ন : কামদিয়া বিজয়ী : মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু (আওয়ামী লীগ), ইউনিয়ন : শাখাহার বিজয়ী : তাহাজুল ইসলাম ভুট্টু (আওয়ামী লীগ)ইউনিয়ন : রাজাহার বিজয়ী : আব্দুল লতিফ (আওয়ামী লীগ), ইউনিয়ন : গুমানীগঞ্জ বিজয়ী : জগলুল রশিদ রিপন (আওয়ামী লীগ)ইউনিয়ন : কাটাবাড়ী  বিজয়ী : রেজাউল করিম রফিক (স্বতন্ত্র), ইউনিয়ন : দরবস্ত  বিজয়ী : আ. র. ম. শরিফুল ইসলাম জর্জ (আওয়ামী লীগ) ইউনিয়ন : তালুককানুপুর  বিজয়ী : আতিকুর রহমান আতিক (স্বতন্ত্র) ইউনিয়ন : সাপমারা  বিজয়ী : শাকিল আলম বুলবুল (আ.লীগ বিদ্রোহী)সাঘাটা উপজেলাইউনিয়ন : পদুমশহর  বিজয়ী : তৌহিদুজ্জামান স্বপন (বিএনপি)ইউনিয়ন : ভরতখালী বিজয়ী : শামছুল আজাদ শীতল (আওয়ামী লীগ)ইউনিয়ন : সাঘাটা বিজয়ী : মোশাররফ হোসেন (জাপা) ইউনিয়ন : মুক্তিনগর  বিজয়ী : রোকনুজ্জামান রোকন (আ.লীগ)ইউনিয়ন : কচুয়া বিজয়ী : মাহবুবুর রহমান (স্বতন্ত্র)ইউনিয়ন : হলদিয়া (স্থগিত)ইউনিয়ন : জুমারবাড়ী বিজয়ী : রোস্তম আলী আকন্দ (জাসদ)ইউনিয়ন : কামালেরপাড়া বিজয়ী : শাহীনুর ইসলাম (স্বতন্ত্র) ইউনিয়ন : বোনারপাড়াবিজয়ী : ওয়ারেছ আলী প্রধান (আওয়ামী লীগ)ফুলছড়ি উপজেলাইউনিয়ন : কঞ্চিপাড়া  বিজয়ী : আব্দুল হালিম (জাপা)ইউনিয়ন : উড়িয়া  বিজয়ী : মো.বদিয়াজ্জামান (জাপা)ইউনিয়ন : উদাখালি  বিজয়ী : আনোয়ার হোসেন (স্বতন্ত্র) ইউনিয়ন : গজারিয়া বিজয়ী : শামছুল আলম (আওয়ামী লীগ)ইউনিয়ন : এরেন্ডাবাড়ী বিজয়ী : আজিজুর রহমান (বিএনপি)  ইউনিয়ন : ফুলছড়ি বিজয়ী : আব্দুল গফুর (আ.লীগ বিদ্রোহী)কুড়িগ্রাম থেকে নির্বাচনের ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি নাজমুল হোসেনরৌমারী উপজেলা ইউনিয়ন : রৌমারী সদর বিজয়ী : সহিদুল ইসলাম শালু (আ.লীগ)ইউনিয়ন : শৌলমারী বিজয়ী : হাবিবুর রহমান (জেপি) ইউনিয়ন: যাদুরচর  বিজয়ী : সরবেশ আলী (বিএনপি) যশোর থেকে নির্বাচনের ফলাফল জানিয়েছেন আমাদের প্রতিনিধি মিলন রহমান ও জামাল হোসেনচৌগাছা উপজেলাইউনিয়ন : ফুলসারা বিজয়ী : মেহেদী মাসুদ চৌধুরী (আওয়ামী লীগ) ইউনিয়ন : পাশাপোলবিজয়ী : আবুল কাশেম (আওয়ামী লীগ) ইউনিয়ন :  চৌগাছা সদরবিজয়ী :  রফিকুল ইসলাম (আওয়ামী লীগ) ইউনিয়ন : জগদীশপুরবিজয়ী : তবিবর রহমান খান (আওয়ামী লীগ) ইউনিয়ন : নারায়ণপুরবিজয়ী : জয়নাল আবেদীন মুকুল (আওয়ামী লীগ) ইউনিয়ন : সিংহঝুলীবিজয়ী :  বাদল হোসেন (আওয়ামী লীগের বিদ্রোহী)ইউনিয়ন : ধুলিয়ানি বিজয়ী : আতিয়ার রহমান (আওয়ামী লীগের বিদ্রোহী) ইউনিয়ন : সুখপুকুরিয়াবিজয়ী : তোতা মিয়া (আওয়ামী লীগের বিদ্রোহী)ইউনিয়ন : স্বরূপদাহ বিজয়ী : শেখ আনোয়ার হোসেন (আওয়ামী লীগের বিদ্রোহী)ইউনিয়ন : পাতিবিলায় বিজয়ী : আতাউর রহমান লাল (বিএনপি) ইউনিয়ন : হাকিমপুরবিজয়ী : মাসুদুল হাসান (বিএনপি) শার্শা উপজেলাইউনিয়ন : শার্শা সদর বিজয়ী : সোহারাব হোসেন (আওয়ামী লীগ)ইউনিয়ন : বাগআঁচড়াবিজয়ী : ইলিয়াছ কবির বকুল (আওয়ামী লীগ)ইউনিয়ন :  গোগা বিজয়ী : আব্দুর রশিদ (আওয়ামী লীগ)ইউনিয়ন : লক্ষণপুর বিজয়ী : সালাউদ্দিন শান্তি (আওয়ামী লীগ) ইউনিয়ন : বাহাদুরপুর বিজয়ী : মিজানুর রহমান (আওয়ামী লীগ)ইউনিয়ন : কায়বা বিজয়ী : হাসান ফিরোজ আহমেদ টিংকু (আওয়ামী লীগ)ইউনিয়ন : উল্লাশীবিজয়ী : আয়নাল হক (আওয়ামী লীগ)ইউনিয়ন : ডিহি বিজয়ী : হোসেন আলি (আওয়ামী লীগ বিদ্রোহী)ইউনিয়ন : পুটখালি বিজয়ী : হাদিউজ্জামান (আওয়ামী লীগ বিদ্রোহী) ইউনিয়ন : নিজামপুর বিজয়ী : আবুল কালাম (আওয়ামী  লীগ বিদ্রোহী)এসএস/এমএস