দেশজুড়ে

ভোট নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে পছন্দের প্রার্থীকে ভোট না দেয়ার সন্দেহে ইভা নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।সোমবার দুপুরের দিকে মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার পরে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় সন্ধ্যায় নিহতের বাবা সফিকুল ইসলাম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে ইভার (২৫) স্বামী বিপ্লব পলাতক রয়েছেন। জানা যায়, ৬/৭ বছর আগে পীর কাশীমপুর গ্রামের নূরে আলমের ছেলে বিপ্লব বাড়ি থেকে তুলে নিয়ে একই গ্রামের সফিকুল ইসলামের মেয়ে ইভা আক্তারকে বিয়ে করে। তাদের হাসান ও হোসাইন নামে দুইটি ছেলেও রয়েছে। বিয়ের পর থেকে সংসারে দাম্পত্য কলহ লেগেই থাকতো।এদিকে, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে আকবপুর ইউনিয়ন থেকে ইভার চাচা শিমুল বিল্লাল (আনারস) ও বিপ্লবের চাচা শাহ আলম সরকার (ধানের শীষ) প্রতীক নিয়ে নির্বাচন করেন। ওই নির্বাচনকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ভোট দেয়া এবং না দেয়া নিয়ে সন্দেহ ও বিবেদ দেখা দেয়। গত শনিবার ভোট দেয়ার পর থেকে ইভাকে সন্দেহ করতে থাকে তার স্বামী, চাচা শ্বশুর শাহ আলম সরকারসহ তার পরিবারের লোকজন। ইভা ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার কথা বলার পরও স্বামী, শ্বশুর, চাচা শ্বশুর ও শাশুড়িসহ পরিবারের লোকজন তাকে সন্দেহ করে তার উপর অত্যাচার চালায়। সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীসহ তার বাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে গৃহবধূ ইভা আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালাতে থাকে। ইভার বাবা জানান, ইভাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। রাতে বাঙ্গরা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কামাল উদ্দিন/এআরএ/এবিএস