লাইফস্টাইল

রূপচর্চায় রাখুন জুঁই ফুল, ত্বক হবে উজ্জ্বল

প্রাচীন রাজপরিবারের ইতিহাস থেকে জানা যায়, জুঁই ফুল ছিল রাজকন্যাদের রূপচর্চার অবিচ্ছেদ্য অঙ্গ। আয়ুর্বেদ মতে, ত্বকে যাই লাগানো হয় তাই ত্বকের খাদ্য। রূপচর্চায় জুঁই ফুলের ব্যবহার আদিকাল থেকেই চলে আসছে।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে জুঁই ফুল নানাভাবে ব্যবহার করা হয়। এই ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন ত্বকের জন্য খুবই উপকারী। ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে ফুল। ফুলের ছোঁয়াতেই ত্বক হয়ে ওঠে ফুলের মতো কোমল।

চলুন জেনে নেই জুঁই ফুল দিয়ে কীভাবে রূপচর্চা করবেন সাহায্য করবে-

ত্বককে পুড়ে যাওয়া থেকে রক্ষা করতেপ্রাকৃতিকভাবে ত্বকের দাগছোপ দূর করার কাজে সহায়তা করে জুঁই ফুল। ত্বকে সূর্যের আলো থেকে সানবার্ন হতে পারে, হাতে-পায়ে কালচে দাগ পড়তে পারে। সানবার্ন দূর করতে জুঁই ফুলের নির্যাসের তৈরি লোশন, ক্রিম এবং সিরাম ব্যবহার করতে পারেন। এটি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। ত্বককে ময়েশ্চারাইজ করে এবং শুষ্কতা দূর করে।

ত্বকের বলি রেখা দূর করতেজুঁই ফুলের নির্যাসে তৈরি এসেনশিয়াল অয়েল ত্বকের রুক্ষ এবং শুষ্কভাব দূর করতে সাহায্য করে। এটি যে কোনো ধরনের ত্বকের জন্য কার্যকর। সংবেদনশীল ত্বকেও এটি ব্যবহার করা যায়। জুঁইয়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বলি রেখা প্রতিরোধ করে এবং ত্বক সহজে বুড়িয়ে যেতে দেয় না।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেশ উপকারী। জুঁই ফুলের পাপড়ি থেঁতো করে তাতে এক চা চামচ দুধ এবং বেসন মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আপনার ত্বক উজ্জ্বল দেখাবে।

আরও পড়ুন রোদে পোড়া ত্বক উজ্জ্বল করে তুলতে যা করবেন  ছুটির দিনে যেভাবে রূপচর্চা করবেন 

দাগ দূর করতেত্বকের যে কোনো ক্ষতের দাগ নির্মূল করতে জুঁই ফুলের জুড়ি নেই। এক মুঠো জুঁই ফুল বেটে নিয়ে পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে যেখানে দাগ আছে সেখানে লাগান। নিয়মিত ব্যবহারে দাগ মিলিয়ে যাবে। এই মিশ্রণ শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনবে।

টোনার হিসেবে ব্যবহার করুনটোনার তৈরি করতে মিনারেল ওয়াটারে কিছু জুঁই ফুল ভিজিয়ে রাখুন। এবার একটি স্প্রে বোতলে ছেঁকে নিন জুঁই ফুলের পানি। ফ্রিজে রেখে এক সপ্তাহের জন্য এটা টোনার হিসেবে প্রতিদিন ব্যবহার করা যাবে।

ডার্ক সার্কেল দূর করতেডার্ক সার্কেলের দূর করতে জুঁই ফুল উপকারী। এজন্য আপনি মুখে জুঁইয়ের ফেসপ্যাক লাগাতে পারেন ৷ যা ডার্ক সার্কেলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এছাড়া ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কয়েক টেবিল চামচ জুঁই ফুলের নির্যাস দুধ, মধু ও গমের আটার সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করেও ব্যবহার করতে পারেন। প্যাকটি লাগিয়ে এক ঘণ্টা রেখে সাধারণ পানিতে ধুয়ে ফেলুন।

ব্রণ থেকে মুক্তি পেতেজুঁই ফুল ত্বকে আর্দ্রতা যোগায়। ব্রণ থেকে যে দাগ হয়, সেটা দূর করতেও এই ফুলের জুড়ি নেই। সরাসরি এই ফুল বেটে ব্রণের দাগের উপর লাগাতে পারেন বা তেলও ব্যবহার করতে পারেন।

চুলের যত্নেচুলের যত্নে জুঁই ফুল বেশ গুরুত্বপূর্ণ। এই ফুল দিয়ে তৈরি তেল কিন্তু চুলের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে। চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে কাজ করে। মাথার ত্বকের সংক্রমণও রুখে দিতে পারে।

তেল তৈরি করতেএকটি কাচের পাত্রে পরিমাণমতো নারকেল তেল নিয়ে এক মুঠো শুকনো জুঁই ফুল, ২টি ভিটামিন ই অয়েল ক্যাপসুল, ৫ ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে বোতলের মুখ বন্ধ করে দুই থেকে চার সপ্তাহের জন্য রেখে দিন। মাঝেমধ্যে চামচের সাহায্য তেল নেড়ে দিতে পারেন। এরপর ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নিয়ে পরিষ্কার অন্য একটি কাঁচের বোতেলে রেখে দিন। গোসলের আধঘণ্টা আগে এই তেল মেখে রাখুন। হালকা গরমও করে নিতে পারেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএকেওয়াই/কেএসকে/জিকেএস