দেশের জনপ্রিয়, সুস্বাদু ও পুষ্টিকর শাকের মধ্যে অন্যতম হচ্ছে পুঁইশাক। বাজারে সারাবছরই কমবেশি পুঁইশাক পাওয়া যায়। নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ এই শাক এক দিকে রোগ প্রতিরোধে সাহায্য করে অন্যদিকে ত্বকের সৌন্দর্য বাড়াতেও ভূমিকা রাখে।
একটু ভিন্নভাবে রাঁধতে চাইলে চ্যাপা শুঁটকি দিয়ে পুঁইশাক রান্না করতে পারেন। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। ঐতিহ্যবাহী এই রান্নাটি করা যায় একদম ঝটপট।
আসুন জেনে নেওয়া যাক চ্যাপা শুঁটকি দিয়ে পুঁইশাক কীভাবে রান্না করবেন- উপকরণ১. পুঁইশাক পাতা ১০ থেকে ১২ টি২. চ্যাপা বা বাঁশপাতা শুঁটকি ৫ টি ৩. রসুনবাটা ১ টেবিল চামচ৪. শুকনো মরিচ ২-৩টি ৫. কাঁচামরিচ ২-৩টি ৬. হলুদের গুঁড়া আধা চা চামচ৭. রসুন কুচি ১ টেবিল চামচ৮. পেঁয়াজ কুচি দেড় কাপ৯. সরিষার তেল ২ টেবিল চামচ১০. ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ১১. আদাবাটা আধা চা চমচ১২. লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি প্রথমে পুঁইশাক ভালো করে ধুয়ে কেটে নিন। শুঁটকি মাছ গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিন, প্রয়োজনে ছোট ছোট টুকরা করে নিন।
এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও শুকনা মরিচ হালকা ভেজে নিন। এরপর শুঁটকি মাছ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। রসুনবাটার কাঁচা গন্ধ চলে গেলে সামান্য পানি দিয়ে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া ও পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিন।
এরপর পুঁইশাক, কাঁচামরিচ, লবণ, রসুন কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। অল্প আঁচে ঢেকে দিন, মাঝে মাঝে নেড়ে দিন যাতে শাক ভালোভাবে সেদ্ধ হয় এবং তেল উপরে উঠে আসে। পানি শুকিয়ে গেলে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
আরও পড়ুন
বন্ধু দিবসে বানাতে পারেন মেক্সিকান টাকোস টক-মিষ্টি স্বাদে ইলিশ-আমড়ার লোভনীয় জুটিএসএকেওয়াই/এএমপি/এমএস