সাহিত্য

নাজিম আল মামুনের শ্রাবণের পদাবলি

শ্রাবণের পদাবলি

বাহিরে ঝুম বৃষ্টি বজ্রের শব্দ কানে বাজছে—ভেজা কাক এসে ডাকছেটিনের চালের ওপর দাঁড়িয়ে থাকা আম গাছের ডালে। আম্মা তসবিহ জপছেনআর দোয়ায়ে ইউনূস পড়ছেন‘লা-ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নী কুনতু মিনাজ জোয়ালিমিন’আমি শুনতে থাকি—যেভাবে মনোযোগ সহকারে শুনতে থাকে—ছয় মাসের শিশু মায়ের মুখ থেকে বলা প্রতিটা শব্দ।টিনের চালে ঝরে পড়া বৃষ্টির রিনঝিন শব্দ আর আম্মার তেলাওয়াত শুনে আমি ঘুমিয়ে পড়ি।

****

তুমি এসেছিলে বলে

তুমি এসেছিলে সেই কবেমেঘে ভরা দিন শ্রাবণেতখন বৃষ্টি ছিল খুবশিউলি ফুল ফুটেছিল তোমার আগমনে।

তুমি এসেছিলে শিশির ভেজা ভোরেসূর্যোদয়ের কিরণের সাথে কুয়াশাভরা হাওয়ার আলিঙ্গনেতুমি এসেছিলে মুক্ত ঝরা হাসি নিয়ে ভরদুপুরেতখন পৃথিবীর সমস্ত যুদ্ধ থেমে গিয়েছিলতোমার চোখে চেয়ে।

তুমি এসেছিলে বলে বেহেশতি নূর জ্বলেছিল বুকের গভীরেপ্রেমের উঞ্চ আহ্বানে।

এসইউ/জিকেএস