কুষ্টিয়ায় ইমরান হোসেন নামে এক জঙ্গি সদস্য ও ৩ জামায়াত কর্মীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৬টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জঙ্গি সদস্য ইমরান হোসেন শহরের বড় বাজার এলাকার নওশের আলীর ছেলে। পুলিশ সুপার প্রলয় চিসিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানে এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ২৭১ জনকে আটক করা হয়েছে।আল-মামুন সাগর/এফএ/এবিএস