দেশজুড়ে

হিলিতে প্রাইভেটকারে আগুন লেগে দুইজন দগ্ধ

দিনাজপুরের হিলিতে দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেট কারে আগুন লেগে চালকসহ দুইজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে হিলির বাসুদেবপুর ক্যাম্পের সামনে হিলি বিরামপুর সড়কে এ ঘটনা ঘটে। এসময় কারটি পুরোপুরি পুড়ে যায়।আহতরা হলেন, জয়পুরহাট জেলা সদরের হযরত আলীর ছেলে মাসুদ রানা (৩৫) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে আপন (৩৪)।বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল জব্বার জানান, বৃহস্পতিবার ভোরে মাসুদ রানা ও আপন রংপুর থেকে প্রাইভেটকারযোগে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। হিলি সীমান্তের বাসুদেবপুর ক্যাম্পের সামনে হিলি বিরামপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কারটি। এসময় সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে কারটিতে আগুন ধরে যায়।এসময় বিজিবি সদস্যরা টের পেয়ে চালকসহ অপর যাত্রীকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে।এমদাদুল হক মিলন/এফএ/এবিএস