মানুষ গড়ার কারিগর তারা। যাদের শিক্ষায় শিক্ষিত হয় জাতি, সেই সব শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকরা আমাদের অনেক স্মৃতির সঙ্গে জড়িয়ে আছেন। শিক্ষকরা যেমন আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছেন, তেমনি শিক্ষা দিয়েছেন মূল্যবোধ, সততা ও নিষ্ঠার।
ভালো মানুষ হওয়ার মন্ত্র তাদের কাছ থেকেই শেখা আমাদের। যা আমরা আজ কাজে লাগাতে পারছি নিজের পরিবার গঠন, দেশ ও সমাজে চলতে গিয়ে। যা আমাদের একজন ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে। আজ প্রিয় শিক্ষককে দিতে পারেন কোনো উপহার। নিশ্চয়ই শিক্ষকের কাজে লাগবে এমন একটি উপহারই আপনি খুঁজছেন।
তাহলে গ্যাজেট বেছে নিতে পারেন। আজকাল গ্যাজেট আমাদের নিত্যসঙ্গী। তাই গ্যাজেট হতে পারে প্রিয় শিক্ষককের জন্য সেরা উপহার। আসুন দেখে নেওয়া যাক এমন কয়েকটি গ্যাজেট, যা আপনার প্রিয় শিক্ষককে উপহার দিতে পারেন-
স্লিপ ট্র্যাকারস্বাস্থ্য ঠিক রাখতে এই গ্যাজেটটি অনেক ভূমিকা রাখতে পারে। এই গ্যাজেটের মাধ্যমে স্বাস্থ্যের সব কিছু নিয়ন্ত্রণে রাখা যাবে, যেমন-ঘুমের পরিমাণ, শরীরে ক্যালরির পরিমাণ ইত্যাদি। পরিমিত ঘুম শরীর ভালো রাখতে সাহায্য করে। এই গ্যাজেটটির মাধ্যমে ঘুমের পরিমাণ এবং সময় জানা যাবে।
ফুড মাস্যাজারএখন বাজারে বিভিন্ন ধরনের পোর্টেবল ফুট ম্যাসাজার পাওয়া যায়। সারাদিন বিভিন্ন কাজ করার পরে পায়ে, কোমরে ব্যথা হতেই থাকে। আর সেই দিকে হয়তো আমাদের সবসময় নজর দেওয়া হয় না। তাই এ ধরনের ফুট ম্যাসাজার উপহার দিতে পারেন বাবাকে। অল্প দামে বিভিন্ন ব্র্যান্ডের ফুড মাস্যাজার পাবেন বাজারে।
স্মার্ট স্পিকারঅবসর সময়ে কোরআন তেলাওয়াত শোনা, গান শোনা কিংবা কলিং বেলের শব্দ ঘরের যে কোনো প্রান্তে শুনতে স্মার্ট স্পিকার দিতে পারেন। বর্তমানে অনেক স্মার্ট স্পিকারে আরও অনেক ধরনের ফিচার দেওয়া থাকে। বিভিন্ন দামের অনেক কোম্পানির স্মার্ট স্পিকার পাওয়া যায় বাজারে।
ডিজিটাল তসবিশিক্ষককে উপহার দিতে পারেন ডিজিটাল তসবি। এখন বাজারে বিভিন্ন ধরনের আকর্ষণীয় তসবি পাওয়া যায়। যা গণনায় নির্ভুল রাখবে এবং যে কোনো জায়গায় বহন করাও খুব সহজ হবে।
স্মার্টওয়াচসময় দেখা ছাড়াও নানা কাছে ব্যবহার করা যায় স্মার্টওয়াচ। বিশেষ করে স্বাস্থ্যের খেয়াল রাখতে অসংখ্য ফিচার দেওয়া থাকে। হার্ট রেট, ডায়াবেটিস এখন স্মার্টওয়াচেই মেপে নিতে পারবেন। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেলও (SpO2) পরিমাপ করতে পারবেন। সারাক্ষণ স্মার্টওয়াচ শারীরিক অবস্থার জানান দেবে। ব্যবহারকারী দিনে কতগুলো স্টেপ হাঁটলেন, কত ক্যালোরি বার্ন করলেন, তা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক রিপোর্ট দেখায় স্মার্টওয়াচ। স্লিপ মনিটরিং সেন্সরও রয়েছে স্মার্টওয়াচে।
স্মার্টফোনবর্তমানে স্মার্ট ডিভাইসের সঙ্গেই আমাদের কাটছে সারাদিন। তাই একটি স্মার্টফোন উপহার হিসেবে কিনতে পারেন। স্মার্টফোন থাকলে খুব সহজেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে বাজার কথা থেকে শুরু করে জরুরি প্রয়োজনে গাড়ি ডাকা সব কাজই করা যাবে। এমনকি বাড়ির বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ করতে পারবে ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে। যে কোনো বাজেটের মধ্যেই খুব ভালো ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন শিক্ষককে উপহার দেওয়ার জন্য।
আরও পড়ুননতুন ইয়ারফোনেই থাকবে শব্দ কমানো বাড়ানোর হুইলপেছনেও স্ক্রিন, শাওমি ১৭ নিয়ে উৎসুক অনেকে
সূত্র: মেক অব ইউজ
কেএসকে/জেআইএম