দেশজুড়ে

খুলনা নগরীতে গৃহবধূ খুন

খুলনা নগরীতে শিউলী বেগম (৪৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে নগরীর ট্যাংক রোডের রবিউল ইসলামের বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিউলী বেগম ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার স্বামীর নাম মো. সালাউদ্দিন খান।

সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান আহম্মেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের ধরার চেষ্টা চলছে।

এআরএএন/একিউএফ