অনলাইনে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যেমন ঝামেলা, তেমনি মনে রাখাও কঠিন। ঠিক এই সমস্যার সমাধান হিসেবেই গুগল তার ব্রাউজার ক্রোমে যুক্ত করেছে বিল্ট-ইন পাসওয়ার্ড ম্যানেজার-যা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সহজ, দ্রুত এবং সুবিধাজনক।
অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে পাসওয়ার্ড ম্যানেজার দিন দিন জনপ্রিয় হলেও, গুগলের বিল্ট-ইন পাসওয়ার্ড ম্যানেজার নিয়ে উঠছে প্রশ্ন। সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়ায় এটি সুবিধাজনক হলেও, নিরাপত্তা কাঠামো নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
গুগল ক্রোমে বিনামূল্যে ব্যবহারযোগ্য এই ফিচারটি ব্যবহারকারীদের শক্তিশালী পাসওয়ার্ড তৈরি ও সংরক্ষণে সাহায্য করলেও, নিরাপত্তার দিক থেকে এটি নর্ডপাস বা বিটওয়ার্ডেনের মতো ডেডিকেটেড পাসওয়ার্ড ম্যানেজারের সমতুল্য নয় বলে মত বিশেষজ্ঞদের।
জিরো-নলেজ এনক্রিপশন নেই গুগল পাসওয়ার্ড ম্যানেজার সাধারণ নিরাপত্তা ব্যবস্থা-এনক্রিপশন ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন-সমর্থন করলেও, এতে নেই জিরো-নলেজ এনক্রিপশন। এ ধরনের এনক্রিপশনে সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানও ব্যবহারকারীর পাসওয়ার্ড ডিক্রিপ্ট করতে পারে না।
গুগল অন-ডিভাইস এনক্রিপশন দিলেও, এটি সত্যিকার অর্থে জিরো-নলেজ নয়। কারণ এনক্রিপশন কী ডিভাইসেই থেকে যায় এবং ম্যালওয়্যারের মাধ্যমে তা ঝুঁকির মুখে পড়তে পারে।
ডাটা ব্রিচে বাড়তে পারে ঝুঁকি বিশেষজ্ঞরা বলেন, গুগলের পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা মানেই সব ডাটা গুগল অ্যাকাউন্টের ক্লাউডে সংরক্ষিত থাকে। ফলে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘন ঘটলে ঝুঁকি আরও বাড়তে পারে। সম্প্রতি ২০২৫ সালের অক্টোবরে লক্ষাধিক ব্যবহারকারীর জি-মেইলের তথাকথিত ডাটা ফাঁসের অভিযোগ-যা গুগল অস্বীকার করে-এই উদ্বেগ আরও বাড়িয়েছে।
গুগল ইকোসিস্টেমে ‘লক-ইন’ হওয়ার ঝুঁকি গুগল পাসওয়ার্ড ম্যানেজার ক্রোম এবং অ্যান্ড্রয়েডে ভালো কাজ করলেও অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের জন্য এটি সুবিধাজনক নয়। বিশেষজ্ঞদের মতে, যারা মাল্টি-ডিভাইস বা মাল্টি-ইকোসিস্টেমে কাজ করেন, তাদের জন্য ডেডিকেটেড পাসওয়ার্ড ম্যানেজার বেশি উপযোগী।
নর্ডপাস, বিটওয়ার্ডেন বা লাস্টপাসের মতো প্ল্যাটফর্মগুলো পাসওয়ার্ড হাইজিন, ফিশিং অ্যালার্ট, ডার্ক ওয়েব মনিটরিংসহ অতিরিক্ত নিরাপত্তা সুবিধা দেয়, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সাবস্ক্রিপশন ভিত্তিক।
গুগল পাসওয়ার্ড ম্যানেজার সাধারণ ব্যবহারকারীর জন্য যথেষ্ট হলেও, সংবেদনশীল তথ্য বা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ডেডিকেটেড নিরাপত্তা সেবা ব্যবহারের পরামর্শই দেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
আরও পড়ুনগুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করবেন যেভাবে গুগলের ডিফল্ট সার্চ চুক্তিতে সময় বেঁধে দিলো যুক্তরাষ্ট্র
সূত্র: ইয়াহু টেক
শাহজালাল/কেএসকে/